পূর্ব মেদিনীপুর, 22 অক্টোবর : টানা 10 দিন ধরে বন্ধ থাকবে কাঁথি মহকুমা হাসপাতালের বহির্বিভাগের স্পেশালিটি OPD । এমনই বিজ্ঞপ্তি ঝোলালো হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কারণ, বহির্বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকরা আধিকাংশই কোরোনায় আক্রান্ত হয়ে রয়েছেন ৷ যার ফলে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
কোরোনায় আক্রান্ত চিকিৎসকরা, 10 দিন বন্ধ বহির্বিভাগের OPD
টানা 10 দিন ধরে বন্ধ থাকবে কাঁথি মহকুমা হাসপাতালের বহির্বিভাগের স্পেশালিটি OPD । এমনই বিজ্ঞপ্তি ঝোলালো হাসপাতাল কর্তৃপক্ষ ৷
22 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত কাঁথির বহির্বিভাগ বন্ধ থাকবে ৷ তবে, যার জেরে সমস্যায় পড়লেন চিকিৎসা করতে আসা রোগীরা ৷ চিকিৎসা করাতে আসা এক রোগী জানান, বহির্বিভাগ বন্ধ রয়েছে ৷ তবে, তিনি যে চিকিৎসককে দেখাতে এসেছেন, তিনি হাসপাতালে রোগী দেখছেন ৷ এমনই সমস্যায় পড়েছেন গুরুচরণ দাস নামে এক ব্য়ক্তি ৷ তিনি তাঁর বাবার রিপোর্ট দেখাতে এসেছিলেন ৷ হাসপাতালের বহির্বিভাগে তালা লাগানো থাকায় তাঁর বাবার চিকিৎসায় সমস্যা হবে বলে আক্ষেপ করতে থাকেন তিনি ৷
এ নিয়ে জেলা স্বাস্থ্য় কর্তা সুব্রত রায় বলেন, বহির্বিভাগের স্পেশালিটি দপ্তর বন্ধ রাখা হয়েছে ৷ তবে, জেনারেল বিভাগ খোলা থাকবে ৷ সেখানে রোগীরা চিকিৎসকদের দেখাতে পারবেন ৷ সেক্ষেত্রে হাসপাতালে যাঁরা রয়েছেন, তাঁরা জেনারেলে কথা বলে নেবেন ৷