পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো বন্ধ করতেই কৃষি আইনের বিরোধিতা তৃণমূলের : জয় বন্দ্যোপাধ্যায় - জয় বন্দ্যোপাধ্যায়

শুক্রবার কৃষি আইনের সমর্থনে BJP-র তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে কোলাঘাটে একটি পথসভার আয়োজন করা হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় কৃষি আইন নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন ।

Joy Banerjee
জয় বন্দ্যোপাধ্যায়

By

Published : Oct 3, 2020, 6:55 AM IST

Updated : Oct 3, 2020, 7:01 AM IST

কোলাঘাট , 3 অক্টোবর : "কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী সরাসরি টাকা পাঠাতে চান । আর তা বন্ধ করতেই তৃণমূল কংগ্রেস কৃষি আইনের বিরোধিতা করছে । " শুক্রবার কৃষি আইনের সমর্থনে কোলাঘাটে একটি পথসভায় যোগ দিয়ে একথা বলেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় । এই আইনের সমর্থনে BJP-র তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে কোলাঘাটের প্রয়াগ থেকে পুলসিটা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার মিছিল করা হয়।

মিছিল শেষে সভায় যোগ দিয়ে BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে আক্রমণ করে বলেন , "লোকসভায় কৃষি বিল(আইন) পাশ হওয়ায় কৃষকরা ধন্য ধন্য করছেন । কিন্তু বাধ সেধেছে কিছু রাজনৈতিক দল । যেদিন কৃষি বিল(আইন) পাশ হয় সেদিন তৃণমূলের সাতজন লোকসভায় ছিলেন । তাঁরা একটুও বিরোধিতা করেননি । যখন ওখান থেকে বেরিয়ে এসে জানতে পেরেছেন, প্রধানমন্ত্রী কৃষকদের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন , তখনই তাঁদের গোঁসা হয়েছে । কারণ মুখ্যমন্ত্রী পথে আন্দোলন করছেন এবং গোপনে বারবারই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানাচ্ছেন , আমাদের টাকা দিন । আমরা কৃষকদের দেব । কিন্তু নেড়া একবারই বেলতলায় যায় । প্রধানমন্ত্রী দেখে নিয়েছেন আমফানের জন্য যে টাকা পাঠানো হয়েছিল গরিবদের সহযোগিতা করার জন্য , সেই টাকা নেতা-নেত্রীদের পকেটে চলে গেছে । গরিবদের কাছে পর্যন্ত পৌঁছায়নি ‌। তাই প্রধানমন্ত্রী ঠিক করেছেন টাকা কৃষকদের কাছে পৌঁছে দেবেন ।"

তিনি আরও বলেন , "অমিত শাহ মুখ্যমন্ত্রীকে কৃষকদের নাম পাঠাতে বলেছেন । যদি সেই নাম পাঠানো হয় সমস্ত কৃষকের অ্যাকাউন্টে দু'-চারদিনের মধ্যেই টাকা পৌঁছে দেওয়া হবে । কিন্তু রাজ্য থেকে কৃষকদের সেই নামের তালিকা পাঠানো হয়নি । আমরা নিশ্চিত কৃষকদের নামের সেই তালিকা পেয়ে যাব । কিন্তু রাজ্য সরকারকে সেই টাকা দেব না । কারণ , নির্বাচনে যে সমস্ত ব্যক্তি এতদিন তৃণমূলকে অর্থনৈতিকভাবে সাহায্য করত , তারা সকলেই জেলে রয়েছে । তাই এই টাকা নিয়ে বাবুরা একুশে নির্বাচন করবে । আমাদের ধরে ধরে মারবে, বোমা মারবে , গুলি করবে । আমরা সেটা হতে দেব না । "

2021-এর নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী জয় বন্দ্যোপাধ্যায় জানান , মানুষের আবেগ দেখছি । তাতে অতীতে CPI(M)-তৃণমূল যেমন দু'শোর বেশি আসন নিয়ে জয়যুক্ত হয়েছিল । ঠিক তেমনই BJP এবার শুধু জিতবে না । রেকর্ড আসন নিয়ে ক্ষমতায় আসবে ।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের ধর্ষণ প্রসঙ্গে জয় বন্দ্যোপাধ্যায় বলেন , "ধর্ষণ সব রাজ্যেই ঘটে । তবে কোনও রাজ্যে তার বিচার হয়, কোনও রাজ্যে হয় না । ঘটনা অত্যন্ত দুঃখের ও বেদনাদায়ক । আমি নিশ্চিত, যোগী সরকার সঠিক তদন্ত করে দোষীকে শাস্তি দেবে । "

শুনে নিন জয় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

মৃতের পরিবারের সঙ্গে বিরোধীদের দেখা করতে বাধা প্রসঙ্গে তিনি বলেন, "যেখানে কোনও ঝামেলা ও সমস্যা হয়, সেখানে অতীতে আমাদেরও ঢুকতে দেওয়া হয়নি । এটাই সরকারের নিয়ম । এটা নিয়ে রাজনীতি করা উচিত নয় । গোটা পরিবার বেদনার মধ্যে কাটাচ্ছে । তারা খুব দুঃখিত ও মর্মাহত । সেখানে গিয়ে চুলকে ঘা করে রাজনীতি করার কোনও মানে হয় না । তাই ওখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না । সরকার চেষ্টা চালাচ্ছে । যারা প্রকৃত দোষী , তারা খুব শীঘ্রই ধরা পড়বে ।

সভায় জয় বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সংগঠনের সভাপতি নবারুণ নায়েক , জেলা কমিটির সদস্য দেবব্রত পট্টনায়েক , সংখ্যালঘু সেলের রাজ্য সদস্য শেখ সাদ্দাম হোসেন , কোলাঘাট ব্লক BJP নেতা বিবেক চক্রবর্তী-রা ।

Last Updated : Oct 3, 2020, 7:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details