হলদিয়া, 10 নভেম্বর : সংগঠন নতুন করে সাজাতে এবং শ্রমিকদের অভাব-অভিযোগ শুনতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ৷ তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিল্প শহর হলদিয়ায় শ্রমিকদের নিয়ে একটি সভা করেন । সেই সভাতেই শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন, তাঁদের অভাব-অভিযোগ এবং সমস্যার কথা শোনা হয় না । তাঁদের কথা ভেবেই রাজ্যে আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনকে আরও মজবুত করতে একটি হোয়াটস অ্যাপ নম্বর চালু করেন ঋতব্রত । হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 6292262463 ৷
মঙ্গলবার শিল্প শহর হলদিয়া বন্দরের শ্রমিক সংগঠনের আয়োজনে হলদিয়ার বিবি ঘোষ অডিটোরিয়ামে শ্রমিক সভা অনুষ্ঠিত হয় । দলীয় কর্মীদের অভিযোগ লাঘব করতে সেখানেই সংগঠনের রাজ্য সভাপতি এই হোয়াটসঅ্যাপ নম্বরটি চালু করেন ৷ ঋতব্রত বলেন, "যাঁরা তৃণমূলের প্রতীক নিয়ে অন্য রাজনৈতিক দলের সঙ্গে মিশে কাজ করে চলেছেন তাঁদের চিহ্নিত করতে হবে ।"