পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BPCL-র বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট কর্মীদের - privatize in Bpcl

সম্প্রতি কেন্দ্রীয় সরকার বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয় । সেই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড । কেন্দ্রের এই সিদ্ধান্ত জানতে পেরেই দেশজুড়ে সংস্থার কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে । তাদের অভিযোগ,  BPCL-এর মতো লাভজনক সংস্থাকে কেন্দ্রীয় সরকার বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে । এর প্রতিবাদে 24 ঘণ্টার ধর্মঘটে সামিল হন তাঁরা ।

photo
ছবি

By

Published : Nov 28, 2019, 8:34 PM IST

হলদিয়া, ২৮ নভেম্বর : ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বেসরকারিকরণের প্রতিবাদে দেশের অন্যান্য জায়গার মতো আজ হলদিয়ায় ধর্মঘট করলেন সংস্থার কর্মীরা । কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ সকাল থেকে হলদিয়ায় BPCL-র টার্মিনালের গেট আটকে ধর্মঘট করেন সংস্থার শতাধিক স্থায়ী ও অস্থায়ী কর্মী ।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয় । সেই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড । কেন্দ্রের এই সিদ্ধান্ত জানতে পেরেই দেশজুড়ে সংস্থার কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে । তাদের অভিযোগ, BPCL-এর মতো লাভজনক সংস্থাকে কেন্দ্রীয় সরকার বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে । এর প্রতিবাদে 24 ঘণ্টার ধর্মঘটে সামিল হন তাঁরা । হলদিয়ায় কর্মীরা তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র দলীয় পতাকা নিয়ে ধর্মঘটে সামিল হন । ধর্মঘটের জেরে রাজ্যে BPCL-এর পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ বন্ধ ছিল আজ ।

সংস্থার এমপ্লয়িজ ইউনিয়নের হলদিয়া ইউনিটের সম্পাদক নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, " মোদি সরকার সব লাভজনক সরকারি সংস্থাকেই বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে । আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে আজ চব্বিশ ঘণ্টার ধর্মঘটে সামিল হয়েছি । সরকার যদি তার সিদ্ধান্ত বদল না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।"

ABOUT THE AUTHOR

...view details