কোলাঘাট, 20 সেপ্টেম্বর: দলবিরোধী কাজ করার জন্য দল থেকে বহিষ্কৃত করা হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কংগ্রেস নেতা সাব্বির হোসেনকে । তমলুকে বৈঠক চলাকালীন সেই নেতার অনুগামীরা কংগ্রেস নেতাদের গায়ে কালি ছিটিয়ে দেন বলে অভিযোগ উঠল । বৈঠক ভন্ডুল করে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ ৷
দলবিরোধী কাজের অভিযোগে কোলাঘাটের ব্লক কংগ্রেস নেতা সাব্বির হোসেনকে পশ্চিমবঙ্গ প্রদেশ নেতৃত্বের সম্মতিক্রমে বহিস্কার করা হয় । সেই বহিষ্কারের পর থেকেই এই ব্লক নেতা বার বার তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেও জেলা কংগ্রেস তাদের সিদ্ধান্তে অনড় ছিল। এ দিনের ঘটনায় আর ওই ব্লক নেতাকে দলে ফেরানোর আর কোনও সম্ভবনা থাকল না বলেই মনে করা হচ্ছে ।
সূত্র মারফৎ জানা গিয়েছে, তমলুকের জেলা পার্টি অফিসের সামনে একটি সভাগৃহে কোলাঘাটের ব্লক সভাপতি সাব্বির হোসেনের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপ-সহ একাধিক অভিযোগ নিয়ে এদিন একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল । গতকাল সকাল প্রায় দশটা নাগাদ এই বৈঠক শুরু হয় । সভাগৃহে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন ব্লক থেকে আসা প্রায় জনা পঞ্চাশেক নেতাকর্মী । কিছুক্ষণ বৈঠক চলার পর আচমকাই সেখানে হামলা চালান কোলাঘাটের দলীয় কিছু বিক্ষুব্ধ কর্মী-সমর্থক ।
আরও পড়ুন:Babul Supriyo to ETV Bharat : পিছনে ফিরে তাকাতে চাই না, দলত্যাগ করলে সমালোচনা হবেই : বাবুল
অভিযোগ, প্রায় 20 জন বিক্ষোভকারী 'জাতীয় কংগ্রেস জিন্দাবাদ' এবং সেইসঙ্গে 'সাব্বির হোসেন জিন্দাবাদ' এই ধ্বনি তুলে সভাগৃহে প্রবেশ করে এবং সেখানেই জেলা নেতৃত্বকে তীব্র ভাবে হেনস্তা করা হয় । তখনই জেলার বিভিন্ন নেতার গায়ে কালি ছিটিয়ে দেন উত্তেজিত কংগ্রেস সমর্থকরা ।