পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত সমিতির একই আসনে লড়াই বিজেপি বনাম শুভেন্দু অনুগামীর

শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে দীর্ঘদিন ধরে অচিন্ত্য সামন্ত বিজেপি করেন। তিনি পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী হিসেবে নোমিনেশন জমা দিয়েছিলেন। কিন্তু দল প্রার্থী হিসেবে টিটুন চক্রবর্তীর নাম দেয়। ফলে তাঁর জায়গা হয় নির্দল প্রার্থী হিসেবে। দলের বিরুদ্ধে না-গিয়ে এবারে প্রার্থীর বিরুদ্ধে ভোটপ্রচার শুরু করেছেন অচিন্ত্য সামন্ত।

Panchayat Elections 2023
একই আসনে লড়াই বিজেপি বনাম শুভেন্দু অনুগামীর

By

Published : Jul 2, 2023, 10:39 PM IST

একই আসনে লড়াই বিজেপি বনাম শুভেন্দু অনুগামীর

কোলাঘাট, 2 জুলাই: শুভেন্দুর ছবি ব্যবহার করে ভোটপ্রচার তাঁরই অনুগামী নির্দল প্রার্থীর। তিনি আবার বিজেপিকে ভোট না-দেওয়ার আবেদনও জানাচ্ছেন। এ কেমন শুভেন্দু অনুগামী বিজেপি সমর্থিত নির্দল পার্থী! শোরগোল কোলাঘাটে ৷

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পঞ্চায়েত সমিতির 4 নম্বর আসনে এবারের বিজেপি সমর্থিত র্নিদল পার্থী অচিন্ত্য সামন্ত। আবার ওই কেন্দ্রেই বিজেপির প্রার্থী টিটুন চক্রবর্তী। প্রশ্ন উঠতে শুরু করেছে, বিজেপি প্রার্থী টিটুন চক্রবর্তী যেখানে দলের প্রতীক পদ্মফুল নিয়ে লড়াই করছেন সেখানে শুভেন্দু অধিকারীর অনুগামী কী করে তাকে ভোট না-দেওয়ার আবেদন জানাচ্ছেন! প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে দীর্ঘদিন ধরে অচিন্ত্য সামন্ত বিজেপি করেন। সেই মর্মে এবারে পঞ্চায়েত নির্বাচনে কোলাঘাট পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু দল সে জায়গায় প্রার্থী হিসেবে টিটুন চক্রবর্তীর নাম দেয়।

ফলে তাঁর জায়গা হয় নির্দল প্রার্থী হিসেবে। দলের বিরুদ্ধে না-গিয়ে এবারে প্রার্থীর বিরুদ্ধে ভোটপ্রচার শুরু করেছেন অচিন্ত্য সামন্ত। তাঁর ব্যানার ও পোস্টারে নিজের নাম ও র্নিদল লোগো-সহ ভোট প্রচারে সবার ঊর্ধ্বে স্থান পেয়েছে শুভেন্দু অধিকারের ছবি। নিজেকে শুভেন্দু অনুগামী হিসেবে দাবিও করছেন অচিন্ত্য সামন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে কীভাবে সাধারণ মানুষকে ভোট চাইছেন অচিন্ত্য? তিনি বলছেন, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছি জেলা পরিষদ ও পঞ্চায়েতে বিজেপিকে ভোট দিন ৷ কিন্তু পঞ্চায়েত সমিতির ভোটটা বিজেপি প্রার্থীকে না-দিয়ে আমাকে দিন।

অচিন্ত্য-র এহেন ভোটপ্রচার যথেষ্টই আলোড়ন সৃষ্টি করেছে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে। বিজেপি বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি ব্যানারে ব্যবহার করে কীভাবে ভোটপ্রচার করছেন পঞ্চায়েত সমিতির নির্দল প্রার্থী! এনিয়ে অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি। এটা কার্যত শুভেন্দু অধিকারীকে ব্যবহার করে দলের বিরুদ্ধে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও এবিষয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার জেলা সহসভাপতি তুসার দোলই বলেন, "সময় থাকতে থাকতে যদি এধরনের কার্যকলাপ সুধরে না-নেন বিজেপি সমর্থিত ওই নির্দল প্রার্থী তাহলে তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে।" যদিও শুভেন্দু অধিকারী অনুগামী অচিন্ত্য বলেন, "তিনি শুভেন্দু অধিকারীর অনুগামী সামনের পঞ্চায়েতে এভাবেই লড়াই চালিয়ে যাবেন ৷"

আরও পড়ুন:পঞ্চায়েতের টিকিট বিক্রির অভিযোগ অরূপ রায়ের বিরুদ্ধে, কর্মফল বলছেন মনোজ

ABOUT THE AUTHOR

...view details