পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশনে চাল কম দেওয়ার অভিযোগ, নন্দীগ্রামে বিক্ষোভ গ্রাহকদের - রেশন সামগ্রী

এবার কম চাল দেওয়ার অভিযোগে বিক্ষোভ নন্দীগ্রামে । রেশন দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয় ।

nandigram
নন্দীগ্রাম

By

Published : May 3, 2020, 4:28 PM IST

নন্দীগ্রাম, 3 মে: চাল কম দেওয়ার অভিযোগে রেশন দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল কয়েকশো গ্রাহক। নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ 2 গ্রাম পঞ্চায়েতের সাঁইবাড়ি গ্রামের ঘটনা । পরে BDO সুরজিৎ রায় ও ফুড ইন্সপেক্টর ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত রেশন ডিলার তপন কুমার সাহুর দোকান বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

আজ সকাল থেকে সরকারি নির্দেশ অনুয়ায়ী বর্ধিত হারে গ্রাহকদের চাল দেওয়া হচ্ছিল তপন সাহুর রেশন দোকান থেকে। দ্রুত গ্রাহকদের হাতে চাল পৌঁছে দেওয়ার জন্য রাখা হয়েছিল দুটি ইলেকট্রনিক্স কাঁটার। অভিযোগ সেই কাঁটাতেই গলদ থাকায় গ্রাহকরা প্রায় 4 থেকে 6 কেজি কম চাল পাচ্ছিলেন। এরপরই পরিমাণে কম সামগ্রী দেওয়ার অভিযোগ তুলে ওই ডিলারকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। বেগতিক দেখে সেখান থেকে চলে যান রেশন ডিলার । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান নন্দীগ্রাম 2 ব্লকের BDO ও ফুড ইন্সপেক্টর। তাঁরা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন গ্রাহকরা। বন্ধ করে দেওয়া হয় দোকানটি । বাজেয়াপ্ত করা হয় ইলেকট্রনিক্স কাঁটাও।

সুমন মণ্ডল নামে এক গ্রাহক অভিযোগ করে বলেন, "সকাল থেকে বহু গ্রাহককেই চাল কম দেওয়া হয়েছে । অন্য দোকানে ওজন করে দেখা যায় 3 কেজি কম রয়েছে। সঠিক পরিমাণে রেশন সামগ্রী দেওয়ার দাবিতে আমরা বিক্ষোভ দেখিয়েছি। এমনিতেই বাড়িতে চালের অভাব রয়েছে তার উপর এভাবে দিনেদুপুরে চুরি মেনে নেওয়া যায় না।"

রেশন ডিলার তপন কুমার সাহু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ইলেকট্রনিক্স কাঁটায় চার্জ কম থাকার কারণে গ্রাহকরা সঠিকভাবে ওজন দেখতে পাননি। প্রশাসন দেখুক কাঁটায় কোনও গাফিলতি রয়েছে কি না। এই বিষয়ে নন্দীগ্রাম 2 ব্লকের BDO সুরজিৎ রায় বলেন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে দোকানের ইলেকট্রনিক্স কাঁটাটি বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে ওই ডিলারকে রেশন সামগ্রী বিতরণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ABOUT THE AUTHOR

...view details