এগরা, 26 জুলাই : প্রচুর বাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার হল পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকায় ৷ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷
গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার পুলিশ পুরুনদা গ্রামে অভিযান চালায় ৷ সেখানে লক্ষ্মী নারায়ণ জানা নামে এক ব্যক্তির কারখানা থেকে প্রচুর বেআইনি বাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার করে পুলিশ ৷ গ্রেপ্তার করা হয় লক্ষ্মী নারায়ণ জানাকেও ৷
এবিষয়ে এগরা থানার OC কাশীনাথ চৌধুরি বলেন, "গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুরুনদা গ্রামে অভিযান চালানো হয় ৷ সেখান থেকে প্রচুর পরিমাণ বেআইনি বাজি ও বাজি তৈরি করার মশলা উদ্ধার করা হয় ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কারখানার মালিক লক্ষ্মী নারায়ণ জানাকে ৷ "
তিনি বলেন, " লকডাউনে এগরা থানা এলাকার বেশ কয়েকটি জায়গায় বেআইনি মদ বিক্রি, জুয়া খেলা ও বেআইনি বাজি তৈরির কারখানা শুরু হয়েছে ৷ এগুলো বরদাস্ত করা হবে না ৷ কোনও জমায়েত করা যাবে না ৷ প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোলে তা বরদাস্ত করা হবে না ৷ সরকারি নিয়ম মানতে হবে ৷ না মানলে পুলিশ-প্রশাসন কড়া হাতে তা দমন করবে ৷ "
ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷