কাঁথি, 18 নভেম্বর:শহরের রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী (Husband Killed Wife) ! শুক্রবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে (Contai) ৷ এদিন মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের (SDPO Office) ঠিক সামনেই 37 বছরের ওই মহিলার উপর হামলা চালান তাঁর স্বামী ৷ নিহতের নাম বর্ণালী রায় ৷ এই ঘটনায় তাঁর স্বামী বাপ্পাদিত্য রায়কে আটক করা হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাপ্পাদিত্য কোনও একটি সরকারি কার্যালয়ে চাকরি করেন ৷ তাঁরা কাঁথি থানার অন্তর্গত মনসাতলা এলাকার বাসিন্দা ৷ এই দম্পতির একটি মেয়ে রয়েছে ৷ এদিন মেয়েকে স্কুলে নিয়ে এসেছিলেন বর্ণালী ৷ মেয়েকে ভিতরে ঢুকিয়ে বাইরেই রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ সামনেই মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় ৷ সেই সময়েই মোটরবাইকে চড়ে সেখানে এসে পৌঁছন বাপ্পাদিত্য ৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই একটি ছুরি বের করে স্ত্রীকে কোপাতে শুরু করেন তিনি ৷ আশপাশের মানুষজন এতে হতভম্ব হয়ে যান ৷ পরে অবশ্য তাঁরাই বর্ণালীর সাহায্যের জন্য এগিয়ে আসেন ৷ ওই মহিলাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ৷