পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Husband Killed Wife: পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন, আটক স্বামী - কাঁথির খবর

স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী (Husband Killed Wife) ! পূর্ব মেদিনীপুরের কাঁথির (Contai) ঘটনায় ধৃত মূল অভিযুক্ত ৷

Husband Killed Wife in front of Contai SDPO Office
Husband Killed Wife: স্ত্রীকে কুপিয়ে খুন, আটক স্বামী

By

Published : Nov 18, 2022, 4:34 PM IST

কাঁথি, 18 নভেম্বর:শহরের রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী (Husband Killed Wife) ! শুক্রবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে (Contai) ৷ এদিন মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের (SDPO Office) ঠিক সামনেই 37 বছরের ওই মহিলার উপর হামলা চালান তাঁর স্বামী ৷ নিহতের নাম বর্ণালী রায় ৷ এই ঘটনায় তাঁর স্বামী বাপ্পাদিত্য রায়কে আটক করা হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাপ্পাদিত্য কোনও একটি সরকারি কার্যালয়ে চাকরি করেন ৷ তাঁরা কাঁথি থানার অন্তর্গত মনসাতলা এলাকার বাসিন্দা ৷ এই দম্পতির একটি মেয়ে রয়েছে ৷ এদিন মেয়েকে স্কুলে নিয়ে এসেছিলেন বর্ণালী ৷ মেয়েকে ভিতরে ঢুকিয়ে বাইরেই রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ সামনেই মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় ৷ সেই সময়েই মোটরবাইকে চড়ে সেখানে এসে পৌঁছন বাপ্পাদিত্য ৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই একটি ছুরি বের করে স্ত্রীকে কোপাতে শুরু করেন তিনি ৷ আশপাশের মানুষজন এতে হতভম্ব হয়ে যান ৷ পরে অবশ্য তাঁরাই বর্ণালীর সাহায্যের জন্য এগিয়ে আসেন ৷ ওই মহিলাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ৷

দাম্পত্য কলহের জেরে খুন বলে আশংকা ৷

আরও পড়ুন:উধাও দুই হাত, পুকুরে ভেসে উঠল প্রাক্তন নৌসেনাকর্মীর দেহের ঊর্ধ্বাংশ

এলাকার বাসিন্দা এবং প্রাক্তন কাউন্সিলর প্রকাশ মাইতি জানিয়েছেন, এই দম্পতির মধ্যে বহু বছর ধরে অশান্তি চলছিল ৷ এমনকী, মাঝে একবার তাঁদের ডিভোর্সের কথাও উঠেছিল ৷ কিন্তু, ডিভোর্স হয়নি ৷ বহুবার এই দম্পতির মধ্যে মীমাংসা করানোরও চেষ্টা হয়েছে ৷ কিন্তু, কোনও লাভ হয়নি ৷ সূত্রের দাবি, বিবাহ বহির্ভূত কোনও সম্পর্ক নিয়েই অশান্তি ছিল বাপ্পাদিত্য এবং বর্ণালীর মধ্যে ৷ তবে, তা যে খুনোখুনি পর্যন্ত পৌঁছে যাবে, তা আঁচ করতে পারেননি কেউই ৷

এই ঘটনার পরই অভিযুক্ত বাপ্পাদিত্যকে আটক করেছে পুলিশ ৷ তবে, কী কারণে তিনি এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন, তা এখনও স্পষ্ট নয় ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ করলেই এই বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যাবে বলে মনে করছে কাঁথি থানার পুলিশ ৷ তবে, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছেন, দীর্ঘদিন ধরেই স্ত্রীর বিরুদ্ধে রাগ পুষে রেখেছিলেন বাপ্পাদিত্য ৷ এদিন তারই চরম বহিঃপ্রকাশ ঘটে ৷ প্রাণ দিয়ে যার খেসারত দিতে হয় বর্ণালীকে ৷

ABOUT THE AUTHOR

...view details