পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নন্দীগ্রামে ধানখেত থেকে উদ্ধার চাদরে মোড়া কঙ্কাল - নন্দীগ্রাম থানার পুলিশ

Skeleton Recovered in Nandigram: শুক্রবার সকালে ধানের খেতে চাদর মোড়া অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে কৃষকরা ৷ আর চাদর খুলতেই সকলে চমকে ওঠে। মানব কঙ্কাল উদ্ধারের খবর শুনেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে। খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানায়। নন্দীগ্রাম থানার পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 9:37 PM IST

নন্দীগ্রাম, 25 নভেম্বর: নন্দীগ্রামের ধানের খেত থেকে কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের বিরুলিয়া গ্রামে। শুক্রবার সকালে কয়েকজন কৃষক মিলে মাঠে ধান কাটতে গিয়ে দেখেন চাদর মোড়া কিছু ফাঁকা মাঠে পড়ে রয়েছে। আর সেই চাদর সরাতেই চোখ কপালে ওঠে কৃষকদের ৷ দেখা যায় সেই চাদরে মোড়া অবস্থায় পড়ে রয়েছে কঙ্কাল ৷

খবর শোনামাত্রই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে। খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানায়। নন্দীগ্রাম থানার পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 26 অক্টোবর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান 70 বছরের বৃদ্ধ সুধীর কর। পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাকে কোন জায়গায় খুঁজে পাওয়া যায়নি বলে দাবি পরিবারের।

এদিন সকালে বাড়ির কাছাকাছি ধানখেতের মধ্যে যে কঙ্কাল দেখতে পাওয়া গিয়েছে, তা ওই ব্যক্তির বলেই দাবি পরিবারের। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে সুধীর করের ছেলে খোকন কর। তাঁরও দাবি, ওই কঙ্কাল তাঁর বাবারই। ধানখেতের মধ্যে যে চাদর ও লুঙ্গি পড়ে রয়েছে সেগুলো দেখেই তিনি বুঝে গিয়েছেন সেটি তাঁর বাবার কঙ্কাল। তবে নন্দীগ্রাম থানার পুলিশ জানিয়েছে, কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তবে এই বৃদ্ধার কীভাবে মৃত্যু হল তা তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। তবে এই কঙ্কালটি সুধীর করের কি না, সেটি এখনও স্পষ্ট করে পুলিশ বলেনি। তবে কঙ্কাল উদ্ধারের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

আরও পড়ুন

  1. ভরসন্ধ্যায় রাস্তায় লিভ-ইন পার্টনারকে কোপাচ্ছে যুবক, হাড়হিম করা ঘটনা গড়িয়ায়
  2. চিৎপুরে যুবককে কুপিয়ে খুন ! ঘটনায় জড়িত সন্দেহে আটক এক
  3. কয়েক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

ABOUT THE AUTHOR

...view details