পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রশাসনকে তোয়াক্কা নয়, দিঘা-শংকরপুরে যথেচ্ছ প্লাস্টিকের ব্যবহার ! - পূর্ব মেদিনীপুর

দিন কয়েক আগেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের উপর 500 টাকা জরিমানা ধার্য করা হয়েছিল । ফলত প্রথম কয়েকদিন প্লাস্টিকমুক্ত ছিল সমুদ্র শহর ৷ কিন্তু গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত ও প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে বহু মানুষ দিঘায় বেড়াতে এসেছিল ৷ তাদের নিষিদ্ধ প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করতে দেখা গেছে ৷ যার জেরে প্লাস্টিক দূষণের সম্ভবনার আশঙ্কা করছেন পরিবেশবিদদের একাংশ ৷

huge amount of Plastic metarials are used by  people in Digha
বড়দিনে দিঘা-শংকরপুরে চলেছে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার

By

Published : Dec 26, 2019, 12:40 PM IST

দিঘা, 26 ডিসেম্বর : প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিঘা, শংকরপুরের সমুদ্রতটে রমরমিয়ে চলছে প্লাস্টিকের ব্যবহার ৷ গতকাল বড়দিন উপলক্ষে পর্যটকদের ভিড় অন্যদিনের তুলনায় বেশি ছিল ৷ পিকনিক করতে এসেছিলেন অনেকে ৷ তাদের মধ্যে বেশিরভাগ মানুষকে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে দেখা গেছে ৷

দিন কয়েক আগেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের উপর 500 টাকা জরিমানা ধার্য করা হয়েছিল । ফলত প্রথম কয়েকদিন প্লাস্টিকমুক্ত ছিল সমুদ্র শহর ৷ কিন্তু গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত ও প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে বহু মানুষ দিঘায় বেড়াতে এসেছিলেন ৷ তাদের নিষিদ্ধ প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করতে দেখা গেছে ৷ ফলে প্লাস্টিক দূষণের সম্ভবনার আশঙ্কা করছেন পরিবেশবিদদের একাংশ ৷

দিঘা-শংকরপুরে রমরমিয়ে চলছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার

এ বিষয়ে পিকনিক করতে আসা এক পর্যটক স্বর্ণময়ী মাইতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা তো জানি না ৷ কী করব ৷ পিছাবনিতে বাজার করেছিলাম সেখানেই দিয়েছে ৷ "

দেখুন ভিডিয়ো...

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস জানান, পর্যটকরা প্লাস্টিক নিয়ে এসেছে ৷ সেগুলি বাজেয়াপ্ত করা হচ্ছে ৷ কিন্তু এত ভিড়ে প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করাটা কঠিন ৷ তবে নজরদারি চালানো হচ্ছে ৷ লাগাতার কর্মসূচি রয়েছে ৷ দিঘাকে প্লাস্টিকমুক্ত করা হবেই ৷ বলেন, "স্থানীয় দোকনদাররা প্লাস্টিক ক্যারি ব্যবহার করছে না ৷ কিন্তু দোকানে যে সামগ্রীগুলি আসছে সেগুলি প্লাস্টিকের মোড়কে আসছে ৷ সমস্যা সেখানেই হচ্ছে ৷ তবে সচেতনতা অভিযান লাগাতার চালানো হচ্ছে ৷ "

এ বিষয়ে দিঘা থানার OC বাসুকি বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় ৷ জানান, আগের বারের তুলনায় কম পরিমাণ পলিব্যাগ ব্যবহার হয়েছে । পুলিশের কড়া নজরদারি ছিল ৷ DSDA-র তরফে অভিযান চালানো হয়েছে ৷ DSDA টিম অনেক প্লাস্টিক বর্জ্য বাজেয়াপ্ত করেছে ৷ কয়েকজনকে জরিমানাও করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details