পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিলল বধূর দেহ, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের - আত্মঘাতী গৃহবধূ

অভিযুক্ত স্বামী অর্পণ রায়সহ পরিবারের অধিকাংশ সদস্য় পলাতক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

housewife did suicide in Kandi
আত্মঘাতী গৃহবধূ

By

Published : Mar 30, 2020, 11:52 PM IST

কান্দি, 30 মার্চ: মিলল বধূর দেহ ৷ পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী দাবি শ্বশুরবাড়ির । কান্দি থানার বাগডাঙ্গার ঘটনা। মৃতের নাম সঞ্চিতা পাঠক ৷ সঞ্চিতার পরিবারের দাবি, খুন হয়েছেন তিনি ৷

অভিযোগ, সঞ্চিতার স্বামী অর্পণ রায় নেশা করে বাড়ি ফিরে সঞ্চিতার ওপর অত্যাচার চালাতেন । পাঁচ বছর আগে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি নিবাসী সঞ্চিতা পাঠকের সঙ্গে কান্দির বাগডাঙার বাসিন্দা অর্পণ রায়ের বিয়ে হয় । এদিকে গতকাল রাতেই শ্বশুরবাড়ির তরফে সঞ্চিতার বাবার বাড়িতে ফোন করে জানানো হয়, মেয়ে অসুস্থ। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। কিন্তু, সঞ্চিতার পরিবারের লোকেরা এসে দেখেন, মেয়ে মারা গিয়েছে ।

আজ সকালে শ্বশুরবাড়ির সকলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সঞ্চিতা পাঠক রায়ের বাবা । এদিকে অভিযুক্ত স্বামী অর্পণ রায় ও ওই পরিবারেরই সদস্য অরিন্দম রায়, মেঘনাথ রায়, বিদ্যুৎ শিখা রায় সকলেই পলাতক । তবে, একই পরিবারের মোনালিসা রায়কে গ্রেপ্তার করেছে কান্দি থানার পুলিশ। মোনালিসা মৃতার জা। রায় পরিবারের প্রতিবেশী কান্দি কোর্টের অ্যাডভোকেট বিনীতা রায়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মোনালিসাকে। ঘটনার পর সে আশ্রয় নিয়েছিল বিনীতা রায়ের বাড়িতে । পুলিশ মোনালিসাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন মোনালিসা রায়।

মৃতার বাবার অভিযোগ, তাঁর মেয়েকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকেরাই। কঠোর শাস্তি চেয়েছেন তিনি। কান্দি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷ পলাতকদের খোঁজ করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details