পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Contai Murder: ভাসুরকে কাটারির কোপ মেরে থানায় আত্মসমর্পণ বধূর

নিত্য অশান্তির জেরে অতিষ্ঠ হয়ে ভাসুরের গলায় কাটারির কোপ বসালেন বধূ ৷ তারপর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন তিনি ( Murder incident in Purba Medinipur)৷ ঠিক কী হয়েছিল ?

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Feb 12, 2023, 6:50 AM IST

কাঁথি, 12 ফেব্রুয়ারি: পারিবারিক অশান্তির জেরে মাসি শাশুড়ির ছেলে সম্পর্কে ভাসুরকে কাটারির কোপ মেরে 'খুন' ৷ তারপর থানায় গিয়ে আত্মসমপর্ণ করলেন এক গৃহবধূ (Housewife Surrendered after Murder)৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার বহলিয়া এলাকার ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম নিমাই জানা (48)। খুনে অভিযুক্ত বধূর নাম কবিতা মিদ্যা । বহলিয়া গ্রামে মামারবাড়িতে ছোটবেলা থেকে থাকেন কবিতার স্বামী সুব্রত মিদ্যা । তিনি মামারবাড়ির স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন । এমনকী বিয়ে করে সংসারও পেতেছেন মামার বাড়িতেই । বর্তমানে তাঁদের দুই নাবালক ছেলে-মেয়েও রয়েছে ।

মামারবাড়িতে পরিবারকে নিয়ে থাকায় আপত্তি ছিল সুব্রতর মাসতুতো দাদা নিমাইয়ের । যা নিয়ে প্রায়ই অশান্তি করতেন তিনি । এমনকি কবিতাদের বাড়ি থেকে বেরিয়ে যেতেও বলতেন বলে অভিযোগ । শনিবার দুপুরে সুব্রতর অবর্তমানে ভরপেট মদ গিলে এসে কবিতার সঙ্গে অশান্তি শুরু করেন নিমাই । অশ্লীল গালিগালাজ করতে থাকেন কবিতাকে । শুধু তাই নয়, রান্না করা ভাত ও তরকারি লাথি মেরে ফেলে দেন বলেও অভিযোগ । এতেই ক্ষিপ্ত হয়ে কবিতা তার নিজের বাড়ি থেকে কাটারি বের করে এনে সোজা কোপ বসিয়ে দেন নিমাইয়ের গলায় (Murder at Purba Medinipur)। ঘটনাটি জানাজানি হতেই ভিড় জমতে শুরু করে এলাকায় । জনরোষে পড়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যান কবিতা ।

এরপর বিকেলে গিয়ে আত্মসমর্পণ করেন কাঁথি মহিলা থানায় । খুনের কথা স্বীকার করে গ্রেফতারের আর্জি জানান । কাঁথি মহিলা থানা মারফত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে কাঁথি থানার পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ।

আরও পড়ুন :স্ত্রী'র সামনেই স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে খুন, অভিযুক্ত পলাতক

ABOUT THE AUTHOR

...view details