দিঘা, 6 জুলাই : ওড়িশার ভামরা, ডায়মন্ড হারবারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ ধরা পরলেও দিঘায় ইলিশের দেখা নেই ৷ সরকারি নির্দেশ ছিল, 15 জুন থেকে সমুদ্রে মৎস্যজীবীরা যেতে পারবেন । কিন্তু 15 দিন পর পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা ফের খোলা হয়েছে ৷
কোরোনা সংক্রমণের জন্য বহু ট্রলার মালিক তাঁদের নৌকা সারাইয়ের কাজ করে উঠতে পারেননি । তাই দিঘা মোহনার আশপাশের গ্রামগুলির মৎস্যজীবীরা দিঘা-শংকরপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনে মৎস নিলাম কেন্দ্র দেরিতে খোলার আবেদন করেন । সেই কথা মেনে 15 দিন পর তা খোলা হয় । 1 জুন থেকে দিঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্র খোলা হয়েছে । কিন্তু 6 দিন কেটে গেলেও দেখা নেই ইলিশের ৷ তাই বাধ্য হয়ে ডায়মন্ডহারবার, ওড়িশার ধামরা সহ আরও অন্য জায়গা থেকে ইলিশ নিয়ে এসে দিঘা মোহনার মার্কেটে বিক্রি করা হচ্ছে ।