পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিঘায় দেখা নেই ইলিশের - Digha fish market

কোরোনা সংক্রমণের জন্য বহু ট্রলার মালিক তাঁদের নৌকা সারাইয়ের কাজ করে উঠতে পারেননি । তাই দিঘা মোহনার আশপাশে গ্রামগুলির মৎস্যজীবীরা দিঘা-শংকরপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনে মৎস্য নিলাম কেন্দ্র দেরিতে খোলার আবেদন করেন । সেই কথা মেনে 15 দিন পর মৎস্য নিলাম কেন্দ্র খোলা হয় ।

image
দিঘায় দেখা নেই ইলিশের

By

Published : Jul 6, 2020, 10:10 PM IST

দিঘা, 6 জুলাই : ওড়িশার ভামরা, ডায়মন্ড হারবারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ ধরা পরলেও দিঘায় ইলিশের দেখা নেই ৷ সরকারি নির্দেশ ছিল, 15 জুন থেকে সমুদ্রে মৎস্যজীবীরা যেতে পারবেন । কিন্তু 15 দিন পর পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা ফের খোলা হয়েছে ৷

কোরোনা সংক্রমণের জন্য বহু ট্রলার মালিক তাঁদের নৌকা সারাইয়ের কাজ করে উঠতে পারেননি । তাই দিঘা মোহনার আশপাশের গ্রামগুলির মৎস্যজীবীরা দিঘা-শংকরপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনে মৎস নিলাম কেন্দ্র দেরিতে খোলার আবেদন করেন । সেই কথা মেনে 15 দিন পর তা খোলা হয় । 1 জুন থেকে দিঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্র খোলা হয়েছে । কিন্তু 6 দিন কেটে গেলেও দেখা নেই ইলিশের ৷ তাই বাধ্য হয়ে ডায়মন্ডহারবার, ওড়িশার ধামরা সহ আরও অন্য জায়গা থেকে ইলিশ নিয়ে এসে দিঘা মোহনার মার্কেটে বিক্রি করা হচ্ছে ।

আজ ডায়মন্ড হারবার থেকে দুই কুইন্টাল ইলিশ নিয়ে এসে দিঘা মোহনায় বিক্রি করা হয়েছে । 400 গ্রাম ইলিশের দাম 450 টাকা, 450 গ্রাম ইলিশের দাম 500 টাকা ও 500 গ্রাম ইলিশের দাম প্রতি কেজি 550 টাকা ।

দিঘায় মিলছে না ইলিশ মাছ

বাইরে থেকে ইলিশ আসায় দাম একটু চড়া । যদিও ট্রলার ব্যবসায়ীদের আশা , আবহাওয়ার পরিবর্তন ঘটলে দিঘাতেও উঠতে পারে ভালো মানের ইলিশ ৷ এই বিষয়ে দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর ও ট্রলার মালিক নব কুমার পয়রা বলেন, ‘‘1 তারিখ থেকে দিঘা মোহনার মার্কেট খোলা হয়েছে । বহু ট্রলার মালিক এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে ট্রলার সারাইয়ের কাজ করে উঠতে পারেনি । তাই দিঘা মোহনায় মাছ এখন কম উঠছে । তাই বাইরে থেকে পাইকারি ব্যবসায়ীরা ইলিশ নিয়ে এসে দিঘা মোহনায় বিক্রি করছেন ।’’

ABOUT THE AUTHOR

...view details