পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিজ়ামউদ্দিন ফেরত যুবককে হাসপাতালে আনার পথে আক্রান্ত স্বাস্থ্যকর্মী, গাড়ি ভাঙচুর

নিজ়ামউদ্দিন ফেরত যুবককে হাসপাতালে নিয়ে আসার পথে আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা। ভাঙচুর করা হয় স্বাস্থ্য বিভাগের একটি গাড়িও। ঘটনার সময় নিজ়ামউদ্দিন ফেরত ওই যুবক এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। যুবককে ধরতে জেলা স্বাস্থ্য দপ্তর ও পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছে অভিযান ।

health workers
নিজামউদ্দিন ফেরত

By

Published : Apr 5, 2020, 9:13 AM IST

তমলুক, 5 এপ্রিল : নিজ়ামউদ্দিন ফেরত যুবককে হাসপাতালে নিয়ে আসার পথে আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা। ভাঙচুর করা হয় স্বাস্থ্যবিভাগের একটি গাড়ি। পরে তমলুক থানা থেকে পুলিশবাহিনী গিয়ে ওই কর্মীদের উদ্ধার করে আনে। ঘটনা তমলুক থানার বাড়খোদা গ্রামের। ঘটনার সময় নিজ়ামউদ্দিন ফেরত ওই যুবক এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। যুবককে ধরতে জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছে অভিযান ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যাঁরা গিয়েছিলেন, তাঁদের নামের তালিকা কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে । সেই তালিকা রাজ্য সরকারের মাধ্যমে ইতিমধ্যেই এসে পৌঁছেছে জেলায়। সেখান থেকেই জানা যায়, ওই যুবক দিল্লি থেকে 18 মার্চ তমলুকের বাড়ি ফেরেন। সেই তালিকা দেখেই জেলা স্বাস্থ্য বিভাগের তরফে গতকাল চিহ্নিতকরণ করা হয় বাড়খোদা গ্রামের বছর পঁচিশের ওই যুবককে। গতকাল দুপুরে তাঁকে হাসপাতালে নিয়ে আসতে একটি গাড়িতে করে গ্রামে যান চার স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থানে পৌঁছালে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা।

বিক্ষোভকারীদের কর্মীরা বোঝানোর চেষ্টা করলে তারা স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করেন বলে অভিযোগ। পরে সেখান থেকে এই কর্মীরা গাড়ি নিয়ে পালিয়ে আসার সময় চালককে নামিয়ে মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির সামনের কাঁচ। এই ঘটনায় গুরুতর আহত হন শিবু বাগ নামে ওই চালক। তাঁকে চিকিৎসার জন্য তমলুক জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। পরে ঘটনার খবর পেয়ে তমলুক থানা থেকে পুলিশবাহিনী ঘটনাস্থানে গিয়ে স্বাস্থ্যকর্মী ও ওই গাড়ি চালককে উদ্ধার করে।

যদিও ঘটনার সময় নিজ়ামউদ্দিন ফেরত ওই যুবক এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। যুবককে ধরতে জেলা স্বাস্থ্য দপ্তর ও পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছে অভিযান ।এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (তমলুক সদর )মামদাদুল হাসান জানিয়েছেন, অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু হয়েছে। যুবকের খোঁজে তল্লাশি চলছে।

ABOUT THE AUTHOR

...view details