নন্দীগ্রাম, 15 অগাস্ট : নদীর পাড় থেকে উদ্ধার হল এক যুবকের মুণ্ডহীন দেহ । পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে নন্দীগ্রাম থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় । দেহটি নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের গোপালচক গ্রামের বাসিন্দা অভিজিৎ মাইতি (32)-র বলে শনাক্ত করেছেন তাঁর পরিবারের সদস্যরা ।
গতকাল সন্ধেবেলা জলপাই নদীর পাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে এলাকার লোকজন । বস্তাটি খুলতেই তার ভিতরে একটি মুণ্ডহীন দেহ দেখতে পাওয়া যায় । তবে মুণ্ডটির সন্ধান পাওয়া যায়নি । মুণ্ডর খোঁজে কুকুর নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।