পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কর্মীদের আস্থা ফেরাতে হলদিয়া বন্দর স্যানিটাইজ়েশনের কাজ করল কর্তৃপক্ষ - Haldia port sanitization in east medinipur

আজ কোরোনা মোকাবিলায় দফায় দফায় বন্দরের স্যানিটাইজ়েশনের কাজ করল বন্দর কর্তৃপক্ষ ৷ অফিস ক্যান্টিন থেকে শুরু করে গোটা বার্থ চত্বর ও বন্দরে থাকা সমস্ত জাহাজকে দমকলের ইঞ্জিনের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করা হল ৷

Haldia port sanitization in east medinipur
কর্মীদের আস্থা ফেরাতে হলদিয়া বন্দর স্যানিটাইজ়েশনের কাজ করল কর্তৃপক্ষ

By

Published : Apr 5, 2020, 8:15 PM IST

হলদিয়া, 5 এপ্রিল : বন্দরে জোর কদমে চলছে স্যানিটাইজ়েশনের কাজ ৷ হলদিয়া বন্দরের ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন ফেরত এবং সে কোরোনা আক্রান্ত ৷ এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে কাজ ছেড়ে পালিয়ে ছিলেন বন্দরের কর্মীরা । ফলে একপ্রকার অচলাবস্থা তৈরি হয় হলদিয়া বন্দরে । ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় বন্দর কর্তৃপক্ষকে । সেকারণে আজ দমকলের 5 টি ইঞ্জিনের মাধ্যমে করা হল বন্দর স্যানিটাইজ়েশনের কাজ ৷

সেকারণে আজ কোরোনা মোকাবিলায় দফায় দফায় বন্দরের স্যানিটাইজ়েশনের কাজ করল বন্দর কর্তৃপক্ষ ৷ অফিস ক্যান্টিন থেকে শুরু করে গোটা বার্থ চত্বর ও বন্দরে থাকা সমস্ত জাহাজকে দমকলের ইঞ্জিনের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করা হল ৷ এভাবেই কর্মীদের আতঙ্ক কাটানোর চেষ্টা করছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ । বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, বন্দরের নিরাপত্তার উপর আস্থা রেখে নির্ভয়ে কাজে যোগ দিক কর্মীরা ।

হলদিয়া বন্দর স্যানিটাইজ়েশনের কাজ করল কর্তৃপক্ষ

আজ বন্দরের কর্মীদের উদ্দেশ্যে বন্দরের জেনেরাল ম্যানেজার অভয় মহাপাত্র (ট্রাফিক) বলেন, "আমরা সমস্ত রকম নিরাপত্তাজনিত ব্যবস্থা নিয়েছি ৷ সবার জন্য স্যানিটাইজ়ার, মাস্ক সব রয়েছে ৷ ইতিমধ্যেই গোটা বন্দর চত্বর স্যানিটাইজ় করা হয়ে গেছে ৷ ভয়ের কোনও জায়গাই নেই ৷ বন্দর কর্তৃপক্ষের উপর আস্থা রেখে কাজে যোগ দিন ৷ না হলে বন্দরের ক্ষতি হচ্ছে ৷ "

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details