পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হলদিয়ার জোড়া খুনের ঘটনায় নাম না করে শুভেন্দু অধিকারীর পদত্যাগ দাবি সায়ন্তনের - BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু

হলদিয়ার জোড়া খুনের ঘটনায় মিছিল BJP-র মহিলা মোর্চা । সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়রা ।

bjp
bjp

By

Published : Feb 28, 2020, 7:37 PM IST

Updated : Feb 28, 2020, 11:53 PM IST

তমলুক, 28 ফেব্রুয়ারি : হলদিয়ার জোড়া খুনের ঘটনার প্রতিবাদ মিছিল থেকে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু । নাম না করে শুভেন্দু অধিকারীর পদত্যাগ দাবি করেন তিনি। এই খুনের ঘটনায় অভিযুক্ত শেখ সাদ্দাম হোসেনের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সাদ্দাম এলাকার সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন বলে জানা গেছে ।

18 ফেব্রুয়ারি সকালে ঝিকুরখালিতে উদ্ধার হয় মা ও মেয়ের অগ্নিদগ্ধ দেহ । এই ঘটনায় শনিবার পুলিশের জালে ধরা পড়ে ঠিকাদার শেখ সাদ্দাম হোসেন ও তার সহযোগী মঞ্জুর আলম মল্লিক । হলদিয়া মহকুমা আদালতের নির্দেশে দু'জনেই এখন পুলিশ হেপাজতে রয়েছে । সূত্রের খবর, পুলিশি জেরার মুখে সাদ্দাম কখনও জানিয়েছে, টাকা চেয়ে তাকে ব্ল্যাকমেইল করছিল মা ও মেয়ে । আবার কখনও জানিয়েছে, বিয়ের জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল । কারণ মৃত রিয়া দে-র সঙ্গে তার সম্পর্ক ছিল ৷ বিয়ে না করলে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তার স্ত্রীকে দেখানোর হুমকিও নাকি দেওয়া হচ্ছিল ৷ সেই কারণেই দু'জনকে খুন করে সে।

তমলুকে SP অফিস ঘেরাও করে BJP

এই ঘটনায় সরব হয়েছে BJP মহিলা মোর্চা এবং রাজ্য BJP । আজ অভিযুক্তদের ফাঁসির দাবিতে তমলুকে SP অফিস ঘেরাও করে তারা । সেই অবস্থান-বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে সায়ন্তনবাবু বলেন, "হলদিয়ায় মা ও মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারা হল । কিন্তু মুখ্যমন্ত্রী চুপ । কেন? কারণ যারা তৃণমূলের সঙ্গে যুক্ত তারা কেউ পুড়িয়েছে, কেউ কবর দিয়েছে, কেউ মেরেছে, অত্যাচার করেছে । ওই ব্যক্তি লোকসভা ভোটে EVM লুট করতে গিয়েছিল । স্থানীয় পুলিশ তাকে ছেড়ে দিয়েছে । স্থানীয় মন্ত্রী কোথায় । তাই আমরা দাবি করছি, এই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে । যতক্ষণ না মন্ত্রী পদত্যাগ করবেন ততক্ষণ আমাদের আন্দোলন চলবে ।"

উপস্থিত ছিলেন সায়ন্তন বসু এবং লকেট চট্টোপাধ্যায়

সায়ন্তনবাবু এপ্রসঙ্গে আরও বলেন, "বাংলার মহিলারা আজ হয়রান । বাংলার মিডিয়া উত্তরপ্রদেশে কোনও ঘটনা ঘটলে কান্নাকাটি করে, রাজস্থানে কোনও ঘটনা ঘটলে কান্নাকাটি করে । সেই মিডিয়া আজ নীরব । কোনও কথা বলছে না । কারণ যে ধরা পড়েছে তার নাম সাদ্দাম । যে ধরা পড়েছে সে তৃণমূলের নেতা । ধরা পড়েছে তৃণমূলের মন্ত্রীর ঘনিষ্ঠ । পশ্চিমবঙ্গের পুলিশকে বলছি, যদি সাহস থাকে হায়দরাবাদে আমাদের পুলিশ যেমন এনকাউন্টার করেছে আপনারা সাদ্দামকে এনকাউন্টার করে মারুন । আমরা আপনাদের পাশে থাকব, সাথে থাকব । আজ এই আন্দোলন মহিলাদের আন্দোলন । আন্দোলন ভারতীয় জনতা মহিলা মোর্চা করছে । আমরা সঙ্গে আছি । সাহায্য করতে এসেছি ।" পাশাপাশি পশ্চিমবঙ্গে তালিবানের রাজত্ব শুরু হয়েছে বলেও রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি ।

Last Updated : Feb 28, 2020, 11:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details