পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হলদিয়ায় মা ও মেয়ে খুনে চার্জ গঠন - হলদিয়া খুন

হলদিয়ায় মা ও মেয়েকে খুনে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন হলো হলদিয়া মহকুমা আদালতে । সোমবার দুপুর নাগাদ অভিযুক্তদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে দেন ।

ছবি
ছবি

By

Published : Oct 6, 2020, 9:30 AM IST

হলদিয়া, 6 অক্টোবর : হলদিয়ায় হুগলি নদীর চরে কলকাতার বাসিন্দা মা ও মেয়ে রমা দে ও রিয়া দে-কে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন হলো হলদিয়া মহকুমা আদালতে । সোমবার দুপুর নাগাদ অভিযুক্তদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে দেন । অপরদিকে আদালত চত্বরেই অভিযুক্ত শেখ সাদ্দাম সহ তার সহযোগীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখায় BJP-র মহিলা মোর্চার সদস্যারা ।

পুলিশ সূত্রে খবর, প্রেমের সম্পর্ক থাকাকালীন সময়ে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখেই সাদ্দামকে ব্ল্যাকমেল করে দফায় দফায় টাকা নিয়েছিল রমা দে ও রিয়া দে । পরবর্তীকালে দফায় দফায় বিপুল অঙ্কের টাকা দাবি করায় সেই চাপ সহ্য করতে না পেরেই সাদ্দাম মা-মেয়েকে খুনের সিদ্ধান্ত নেয় । পরে পরিকল্পনামাফিক হলদিয়ার হাজরা মোড়ের একটি ভাড়া বাড়িতে দুই মহিলাকে ডেকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করে সাদ্দাম । পরে খুনের প্রমাণ করতে নিজের তিন বন্ধুর সহযোগিতায় দেহ দুটিকে হুগলি নদীর পাড়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয় । পুলিশি তদন্তে নাম উঠে খুনের ঘটনায় জড়িত রিয়ার প্রেমিক সাদ্দামের । তাকে গ্রেপ্তারের পরই পরিষ্কার হয় গোটা ঘটনা । পরবর্তীকালে সাদ্দামের সহযোগী , শুকদেব দাস,ও আমিনূর হোসেনকে ও গ্রেপ্তার করা হয় । অভিযুক্তরা প্রত্যেকেই হলদিয়ার বাসিন্দা ।

শেখ সাদ্দাম ও রিয়া

গত ১৯ মে হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট পেশ করে দুর্গাচক থানার পুলিশ । সোমবার সেই মামলারই চার্জ গঠন হয় হলদিয়া মহকুমা আদালতে । অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ খুন,২০১ (তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ) সহ একাধিক ধারায় চার্জ গঠন করা হয় । এদিন অভিযুক্তরা আদালতে নিজেদের জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারী হলদিয়ার ৭ নম্বর ওয়ার্ডের ঝিকুরখালি এলাকায় হুগলী নদীর তীরবর্তী এলাকা থেকে দুটি অর্ধদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ । জানা যায়, নিউ ব্যারাকপুর এলাকার বাসিন্দা এই দুই মহিলার নাম রমা দে ও রিয়া দে । সম্পর্কে মা ও মেয়ে । ২২ ফেব্রুয়ারি ঘটনায় মূল অভিযুক্ত শেখ সাদ্দাম হোসেনকে ও তার বন্ধু মঞ্জুর আলি মল্লিক কে গ্রেফতার করে পুলিশ ।

হলদিয়া খুনে চার্জ গঠন

এই বিষয়ে সরকারি আইনজীবী সৌমেন কুমার দত্ত জানান, "পুলিশি তদন্তে যে তথ্য-প্রমাণ পাওয়া গিয়েছে তাতে অভিযুক্তরা যে এই ঘটনার সঙ্গে যুক্ত তার প্রমাণ পাওয়া গিয়েছে । প্রত্যেকের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র ও তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে । গতকাল, অভিযুক্তরা জামিনের আবেদন করেছিল বিচারপতির কাছে । আমরা অভিযুক্তরা ছাড়া পেলে তথ্য প্রমাণ লোপাট হওয়ার আশঙ্কা করে বিচারককে জামিন মঞ্জুরের আবেদন খারিজ করার অনুরোধ জানাই । বিচারক সেই আবেদন মঞ্জুর করে চার্জ গঠন করে ।" এই বিষয়ে BJP-র রাজ্য মহিলা মোর্চার সহ-সভাপতি অপর্ণা লস্কর বলেন, "যেভাবে হলদিয়া মা ও মেয়েকে জীবিত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে তা অত্যন্ত ঘৃণ্য । প্রায় এক বছর হতে চলল কিন্তু এখনও অভিযুক্তদের ফাঁসি হল না তাই আমরা দ্রুত অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখিয়েছি । দ্রুত মামলা নিষ্পত্তি করে ফাঁসি দেওয়া হোক অভিযুক্তদের ।"

রমা দে ও রিয়া দে

ABOUT THE AUTHOR

...view details