হলদিয়া,1 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে হলদিয়া রাষ্ট্রায়ত্ত গ্যাস প্রস্তুতকারী সংস্থায় শ্রমিক বিক্ষোভ। এর ফলে বন্ধ হল হলদিয়ার কসবেড়িয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস প্রাইভেট লিমিটেডের গ্যাস সরবরাহের কাজ। মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস কর্মরত শ্রমিকদের না দেওয়ার কারণে তাঁরা কাজ বন্ধ করে দেন বুধবার দুপুর নাগাদ। ফলে গোটা রাজ্যসহ জেলায় গ্রাহকদের চরম ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, হলদিয়ার ওই গ্যাস কারখানা থেকেই রিফিলিং করে রাজ্য সহ একাধিক জেলায় সরবরাহ করা হয় রান্নার গ্যাস সিলিন্ডার। মঙ্গলবার সকাল নাগাদ জানা যায় কসবেরিয়া গ্রামের বাসিন্দা কারখানার এক শ্রমিক জ্বরে আক্রান্ত হয়েছেন।তাই তিনি কাজে যোগ দিতে পারেননি। তারপরই গোটা কারখানায় রটে যায় ওই যুবক কোরোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই শ্রমিকরা কারখানায় কাজ করতে বেঁকে বসেন। তাঁদের অভিযোগ ভিন রাজ্য থেকে কারখানায় প্রতিদিনই গাড়ি নিয়ে আসছেন চালকেরা। কাজের স্বার্থে ওই চালকদের সঙ্গে মেলামেশা করতে হচ্ছে তাঁদের। কারও শরীরে কোরোনা ভাইরাস রয়েছে কি-না তা কেউ জানেননা। নিরাপত্তার জন্য সংস্থার তরফে শ্রমিকদের দেওয়া হয়নি গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার ৷ এমনকী, স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়নি তাঁদের।