হলদিয়া, 23 ডিসেম্বর : শিল্পনগরী হলদিয়ার আইওসি-তে অগ্নিকাণ্ডে মৃতদের দেহ নেওয়ার জন্য বিহার,পঞ্জাব থেকে পরিবারের লোকেরা হাজির হলেন বৃহস্পতিবার ৷ অন্যদিকে দুর্ঘটনায় রেশ কাটিয়ে এদিন হলদিয়া রিফাইনারিতে স্বাভাবিক ছন্দ ফিরেছে (Haldia IOC Restarts works from today) ৷
মঙ্গলবার শিল্পনগরী হলদিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন শ্রমিকের মৃত্যু হয় । এখনও পর্যন্ত 38 জন আশঙ্কাজনক অবস্থায় কলকাতা-সহ একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷
গতকাল, বুধবার আইওসি-র গেটে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন ৷ আইওসির আধিকারিকদের সঙ্গে দেখা করেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ৷ তবে বৃহস্পতিবার শিল্পনগরীর হলদিয়া রিফাইনারিতে সকাল থেকে আর পাঁচদিনের মতোই কাজের ছন্দে ফিরেছে ।
আরও পড়ুন :TMC agitation at Haldia IOC : হলদিয়ায় আইওসি-তে অগ্নিকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ, পরিদর্শনে মন্ত্রী
দুর্ঘটনাস্থলকে ঘিরে রাখা হয়েছে মোতায়েন রয়েছে সিআইএসএফ জওয়ান । ঘেঁষতে দেওয়া হয়নি কারখানার শ্রমিকদেরও । গতকাল বিকেলে মন্ত্রী অখিল গিরি পরিদর্শনে গিয়েছিলেন । কথা হয় কর্তৃপক্ষের সঙ্গে । সন্ধ্যায় পুলিশের ফরেন্সিক দল পরিদর্শন করেছে । সংগ্রহ করা হয় নমুনা ৷