নন্দীগ্রাম, 18 সেপ্টেম্বর : বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নিহত এক বালিকা ৷ এই ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও দুই শিশু ৷ তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
আরও পড়ুন :Child Fever : জ্বর নিয়ে এগরা ও কাঁথি মহকুমা হাসপাতালে 170 জন শিশু ভর্তি
ঘটনাস্থল নন্দীগ্রাম-1 ব্লকের কালিচরণপুর 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের যাদুবাড়িচক ৷ শুক্রবার সন্ধ্যায় খেলতে খেলতে স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে চলে যায় ওই তিন শিশু ৷ সেখানেই পলিথিনে বোমাগুলি রাখা ছিল বলে অভিযোগ ৷
স্থানীয়দের দাবি, বল ভেবে ওই তিন শিশু বোমাগুলি খেলার জন্য তুলে নেয় ৷ তারপর মাটিতে সেগুলি পড়ে যাওয়ায় ফেটে যায় ৷ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা সেখানে ছুটে আসেন ৷ তাঁরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই তিন শিশুকে ৷
আরও পড়ুন :Purba Medinipur Flood : বাগুই নদীর জলে ঢুকে প্রায় বন্যা পরিস্থিতি পটাশপুরে
সঙ্গে সঙ্গে তিনজনকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর আহত জাহিরুন খাতুনের শারীরিক পরিস্থিতির অবনতি হয় ৷ তখন বছর নয়েকের ওই মেয়েটিকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷ বাকি দু’জন এখনও নন্দীগ্রাম সুপার স্পেশালাটি হাসপাতালে চিকিৎসাধীন ৷
এই ঘটনায় নন্দীগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তবে এখনই এই বিষয়ে পুলিশ কিছু বলতে নারাজ ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ?
আরও পড়ুন :Saayoni Ghosh on Tripura : মেদিনীপুর থেকে 100 ছেলে পাঠিয়ে ত্রিপুরায় বিজেপিকে ধূলিসাৎ করে দেব, হুঁশিয়ারি সায়নীর
তবে এলাকাবাসী শোকস্তব্ধ ৷ এভাবে কে বোমা রাখল, সেই প্রশ্ন তাঁদের মনেও ঘুরছে ৷ তাই পুলিশি তদন্তে কী উঠে আসে সেই দিকে তাকিয়ে এলাকার বাসিন্দারা ৷