পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মত্ত চালক হঠাৎ বাড়াল গতি, নয়নজুলিতে বাস উলটে আহত 40 - nayanjuli

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে ওলটাল বাস । আহত 40 । মারিশদার ঘটনা

দুর্ঘটনাগ্রস্থ গাড়ি

By

Published : Jun 24, 2019, 6:53 AM IST

Updated : Jun 24, 2019, 7:58 AM IST

মারিশদা, 24 জুন : গয়াগিরিতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে ওলটাল বাস । আহত প্রায় 40 জন । তাদের মধ্য়ে চারজনের অবস্থা আশঙ্কাজনক । অভিযোগ, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল বাসচালক । দুর্ঘটনার পর থেকে বাসচালক-সহ তিনজন পলাতক ।

আজ ভোরে ধর্মতলা থেকে দিঘা আসছিল একটি যাত্রীবোঝাই বাস । অভিযোগ, কোলাঘাটে নেমে মদ খায় বাসচালক ও তিন হেল্পার । তারপরেই বাসের গতি বাড়িয়ে দেয় চালক । বাস যখন মারিশদা থানার গয়াগিরি সংলগ্ন জাতীয় সড়কে পৌঁছায় তখন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি নয়নজুলিতে পড়ে যায় ।

ভিডিয়োয় দেখুন

খবর পেয়ে ঘটনাস্থানে আসে মারিশদা থানার পুলিশ । তারা আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।

Last Updated : Jun 24, 2019, 7:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details