কাঁথি, 3 জুলাই: শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনায় (Suvendu Adhikari Convoy Accident) সিসিটিভির ফুটেজ-সহ গাড়িটিকে সরজমিনে খতিয়ে দেখলেন চার ফরেন্সিক আধিকারিক । রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীর গাড়ি দুর্ঘটনার ঘটনায় পুলিশ তদন্ত নেমে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ।
দীঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক মারিশদা থানার দূরমুঠের একটি পেট্রল পাম্পের সামনে (হেনা ফুয়েল পাম্প) এই দুর্ঘটনাটি ঘটেছিল । পাম্পে লাগানো সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, একটি বাস পাম্পের সামনে দাঁড়িয়ে যায় । তারপরেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী বাহিনীর গাড়িটি দ্রুত গতিতে ছুটে আসে এবং একটি লরির সঙ্গে ধাক্কা লাগে । সেই ধাক্কার ছবি কিন্তু সিসিটিভির ফুটেছে দেখা যায়নি ৷ শুধু দেখা গিয়েছে, শুভেন্দু অধিকারীর গাড়িটি দাঁড়িয়ে যায় এবং তিনি গাড়ি থেকে নেমে প্রায় পাঁচ মিনিট তদারকি করেন । তারপর তিনি বেরিয়ে যান ।
আরও পড়ুন:কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শুভেন্দু অধিকারী
এই দুর্ঘটনা নিয়ে বিজেপির তরফ থেকে নানা অভিযোগ উঠেছে । তারপর ঘটনাস্থলে তদন্তে এলেন চার জনের ফরেন্সিক টিম । শনিবার চার সদস্যের দল প্রথমে মারিশদা থানায় এসে পৌঁছয় । তারপর দুর্ঘটনার কবলে পড়া শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়িটি পরীক্ষা করেন ফরেন্সিক আধিকারিকরা (Forensic team investigating Suvendu Adhikari Convoy Accident)৷ সঙ্গে ছিলেন মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু-সহ একাধিক পুলিশ আধিকারিকেরা । পুরো ঘটনাটি খতিয়ে দেখেন আধিকারিকরা । যদিও এক ফরেন্সিক আধিকারিককে জিজ্ঞাসা করা হলে, তিনি তা এড়িয়ে গিয়ে বলেন, "এখন তদন্ত চলছে । এখন কিছু বলা যাবে না ।"
শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনায় তদন্তে চার জনের ফরেন্সিক টিম প্রসঙ্গত, শুক্রবার বাসভবন শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী রথযাত্রার এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ৷ পথে ঘটে দুর্ঘটনা ৷ তাঁর কনভয়ে ট্রাক ধাক্কা মারে ৷ তবে শুভেন্দু অধিকারীর কিছু হয়নি ৷