দিঘা, 29 ডিসেম্বর : সামুদ্রিক কাঁকড়া খেয়ে এক বছরের মধ্যে 4 পর্যটকের মৃত্যুর ঘটনা রীতিমত নাড়িয়ে দিয়েছে স্বাস্থ্য দফতরকে । আর সেই কারণে বুধবার দিঘার বিভিন্ন হোটেলে অভিযান চালালেন পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য ফুড সেফটি আধিকারিকরা (Food Safety officials take food samples from the hotels in Digha) । পাশাপাশি গুণগত মান পরীক্ষার জন্য খাবারের নমুনাও সংগ্রহ করেন তাঁরা । এই অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা ফুড সেফটি অফিসার সাকির হোসেন, রামনগর 1 নম্বর ব্লকের ফুড সেফটি অফিসার রণিতা সরকার-সহ অন্য আধিকারিকরা ।
আজ বেশ কিছু হোটেলে হানা দিয়ে খাদ্যের নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা । রামনগর 1 নম্বর ব্লকের ফুড সেফটি অফিসার রণিতা সরকার জানান, "রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণে পর্যটক আসেন দিঘায় । তাঁদের সুরক্ষার দিকটি খতিয়ে দেখতেই অভিযান শুরু করেছে খাদ্য দফতর । আজ কয়েকটি হোটেল রেস্তরাঁ থেকে খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলি পরীক্ষা করার জন্য কলকাতার ল্যাবরেটরিতে পাঠানো হবে।"