পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 21, 2019, 9:28 PM IST

ETV Bharat / state

খোলা বাজার থেকে উদ্ধার রেশনের খাদ্য সামগ্রী

জেলা খাদ্য দপ্তর সূত্রে খবর, এক শ্রেণির গ্রাহক রেশন সামগ্রী কিনে তা চড়া দামে খোলা বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন । সেগুলো মজুত করে আরও বেশি দামে বিক্রি করছিলেন অসাধু ব্যবসায়ীরা ৷ ভুয়ো রেশনকার্ডের আড়ালে এই দুর্নীতির সঙ্গে জড়িত একশ্রেণির রেশন ডিলারও ৷

বেআইনি গুদামে বাজেয়াপ্ত রেশন সামগ্রী

তমলুক, 21 সেপ্টেম্বর : রেশনের চাল, আটা খোলা বাজারে বিক্রির অভিযোগ পেয়ে অভিযানে নেমে লক্ষাধিক টাকার সামগ্রী বাজেয়াপ্ত করল প্রশাসন ৷ সম্প্রতি তমলুক সংলগ্ন এলাকায় রেশনের খাদ্যসামগ্রী খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছিল ৷ সেই অভিযোগ পেয়েই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান আজ তমলুকের রামতারকহাটের বেশকিছু রেশন দোকান পরিদর্শন করেন ৷ আর পরিদর্শনের সময় দেখতে পান যে খোলা বাজারে রেশনের খাদ্যসামগ্রী বিক্রি হচ্ছে৷ এক দোকানিকে জিজ্ঞাসাবাদ করে বেআইনি চারটি গুদামের হদিশ পায় জেলা প্রশাসনের আধিকারিকরা ৷ ওই গুদামগুলো থেকে বাজেয়াপ্ত করা হয় 10 লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী ৷

জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজ খানের অভিযোগ, গ্রাহক এবং রেশন ডিলারদের হাত ধরে খোলাবাজারে চড়া দামে রেশনের খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে ৷ তিনি বলেন, "বেআইনি গোডাউনে অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ রেশন সামগ্রী উদ্ধার করা হয়েছে । আগে একটি গোডাউন থেকেই প্রায় দু'লাখ টাকার মাল বাজেয়াপ্ত করা হয়েছে ৷ রেশনের জিনিস খোলা বাজারে বিক্রি হওয়ার খবর পেলে আবারও অভিযান চালানো হবে ৷ আর যাঁরা বিক্রি করবেন, প্রয়োজনে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ৷ "

আরও পড়ুন : হলদিয়া পেট্রোকেমিকেলসে আগুন, অগ্নিদগ্ধ 13

জেলা খাদ্য দপ্তর সূত্রে খবর, এক শ্রেণির গ্রাহক রেশন সামগ্রী কিনে তা চড়া দামে খোলা বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন । সেগুলো মজুত করে আরও বেশি দামে বিক্রি করছিলেন অসাধু ব্যবসায়ীরা ৷ ভুয়ো রেশনকার্ডের আড়ালে এই দুর্নীতির সঙ্গে জড়িত একশ্রেণির রেশন ডিলারও ৷ তারাই কারচুপি করে বেশি সংখ্যক রেশন কার্ডের প্রেক্ষিতে অতিরিক্ত খাদ্য সামগ্রী তুলছিলেন ৷ পরে সেগুলো খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন ৷ ইতিমধ্যেই জেলাজুড়ে অভিযান চালিয়ে ধরা পড়েছে প্রায় 48 হাজার ভুয়ো রেশন কার্ড ৷ একইসঙ্গে প্রায় 30 হাজার মৃত ব্যক্তির রেশন কার্ড এখনও রয়েছে ৷ যার মাধ্যমে প্রতিনিয়ত অবৈধভাবে রেশন সামগ্রী তোলা হচ্ছে ৷ জেলা খাদ্য নিয়ামক সৈকত চক্রবর্তী বলেন, "অভিযোগ পেয়েই আমরা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছি ৷"

ABOUT THE AUTHOR

...view details