পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পেটুয়াঘাট বন্দরের 5টি ট্রলারে আগুন, আহত 6 - ট্রলারে আগুন

রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে একটি ট্রলারে ৷ সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আরও চারটি ট্রলারে ৷ দমকলের ইঞ্জিন দেরিতে ঘটনাস্থানে আসে বলে অভিযোগ ৷

Fired
ট্রলারে আগুন

By

Published : Aug 9, 2020, 12:18 AM IST

Updated : Aug 9, 2020, 6:32 AM IST

কাঁথি, 9 অগাস্ট : রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে আগুন 5 টি ট্রলারে ৷ আহত 6 জন ৷ ঘটনা পূর্ব মেদিনীপুরের পেটুয়াঘাট মৎস্যবন্দরের ৷ আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ কী কারণে গ্যাস সিলিন্ডার ফাটল তা পরিষ্কার নয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ ৷

রাত সাড়ে আটটা ৷ ভবতারিণী নামের ট্রলারে রান্না করছিলেন মৎস্যজীবীরা ৷ গ্যাসে হচ্ছিল রান্না ৷ হঠাৎই বিস্ফোরণ হয় ৷ ট্রলারটিতে আগুন ধরে যায় ৷ আশপাশে আরও কয়েকটি ট্রলার ছিল ৷ তার মধ্যে চারটিতে আগুন ছড়িয়ে পড়ে ৷ আগুন দেখতে পেয়ে আশপাশের মৎসজীবীরা এসে তা নেভানোর কাজে হাত লাগান ৷ ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে ৷ মৎস্যজীবীরা জানান, প্রতিটি ট্রলারে বেশ কয়েকটি প্লাস্টিকের জাল ছিল ৷ সেই কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে ৷ তিনটি ট্রলার সম্পূর্ণ নষ্ট হয়ে যায় ৷

পেটুয়াঘাট বন্দরের 5টি ট্রলারে আগুন

প্রাথমিকভাবে মৎস্যজীবীরা আগুন নেভানোর কাজ শুরু করার পর দমকলবাহিনীকে খবর দেওয়া হয় ৷ অভিযোগ, প্রায় একঘণ্টা পর দমকল আসে ৷ তাই আগুন নেভাতে অনেক দেরি হয়ে যায় ৷ ট্রলারকর্মীদের দাবি, সঠিক সময় যদি দমকল আসত, তাহলে ট্রলারগুলোর এতটা ক্ষতি হত না ৷ দমকলবাহিনীর তরফে খবর, দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ কী কারণে গ্যাস সিলিন্ডার ফাটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ঘটনার প্রত্যক্ষদর্শী শ্যামল কুমার জানা বলেন, ''আমরা জানতে পারি, কাঁথিতে দমকলের ইঞ্জিন নেই ৷ এগরা থেকে আসবে ৷ তাই আমরা আগুন নেভানোর কাজ শুরু করে দিই ৷ দমকল আসার আগে মোটামুটিভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছিলাম ৷ তবে দমকল আগে এলে আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসত ৷''

ট্রলারে আগুন

এদিকে দমকল দেরিতে আসায় ক্ষোভে ফেটে পড়েন মৎস্যজীবীরা ৷ আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকলকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ তাঁদের অভিযোগ, দমকল দেরিতে আসায় লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেল ৷ আগে এলে ক্ষতির হাত থেকে বাঁচানো যেত ট্রলারগুলিকে ৷

Last Updated : Aug 9, 2020, 6:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details