পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cyclone Asani Update : সমুদ্র উপকূলবর্তী এলাকা পরিদর্শনে মৎস্যমন্ত্রী - Cyclone Asani Update

পর্যটকের ঢল নেমেছে দিঘায় । রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি সকাল থেকেই কাঁথি 1,2 ও মন্দারমণি, শংকরপুর, দিঘা পরিদর্শন করছেন (Cyclone Asani Update) ।

Cyclone Asani Update news
সমুদ্র উপকূলবর্তী এলাকা পরিদর্শনে মৎস্যমন্ত্রী

By

Published : May 10, 2022, 4:20 PM IST

মেদিনীপুর, 10 মে :গতকাল থেকে প্রস্তুত রয়েছে জেলাপ্রশাসন । কখনও রোদ আবার কখনও বৃষ্টি ৷ তা সত্ত্বেও পর্যটকের ঢল নেমেছে দিঘায় (Cyclone Asani Update)। এনডিআরঅফ ও পুলিশ যৌথভাবে মহড়া চালাচ্ছে উপকূল এলাকায় ৷ অশনির জেরে সতর্ক প্রশাসন । জেলার 68 কিমি সমুদ্রে বাঁধ এলাকা-সহ নদী বাঁধ সংলগ্ন এলাকায় মাইকিং করে সচেতন করা হচ্ছে গ্রামবাসীদের ।

দত্তপুর, বিলামুড়িয়া, তালগাছাড়ি-সহ একাধিক গ্রাম ঘুরে সচেতন করছেন জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক কর্তারা । জেলায় 25টি ব্লকেই কন্ট্রোল রুম খোলা হয়েছে । জেলার চার মহকুমা-সহ জেলা সদর দফতরে রয়েছে সার্বিকভাবে নজরদারি । উপকূল থানা হলদিয়া, নন্দীগ্রাম, তালপাটি, খেজুরি, জুনপুট, মন্দারমণি থানা, দিঘা মোহনা-সহ দিঘা থানা পুলিশ সর্বক্ষণ তৎপরতার সঙ্গে প্রচার চলছে । ইতিমধ্যে জেলায় 4টি দুর্যোগ মোকাবিলা দল প্রায় 100 জন জাহির হয়েছে । রয়েছে দু'টি এনডিআরঅফ টিম ও দু'টি এসডিআরঅফ টিম । রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি সকাল থেকেই কাঁথি 1,2 ও মন্দারমণি, শংকরপুর দিঘা সমস্ত এলাকা পরিদর্শন করছেন । এখন ভাটার সময়ই তাই জলস্তর বাড়ার ব্যাপার নেই । তিনি বলেন, "আবহাওয়া দফতর বলেছে ভয়ের কিছু নেই তবুও আমরা সচেতন রয়েছি ।"

মন্দারমনি, শংকরপুর, দিঘা-সহ সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা পরিদর্শন করলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি

আরও পড়ুন : উপকূলবর্তী এলাকা পরিদর্শনে মৎস্যমন্ত্রী অখিল গিরি

জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, "সমুদ্র পাড়ে যাওয়া বা স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে । মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছেন । এখনও গোটা জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । আতঙ্কের তেমন কিছুই হয়নি । দুর্যোগ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি । সব জেলার আধিকারিকরা নিজেদের জায়গায় তৈরি রয়েছে । কুইক রেসপন্স টিম রয়েছে । সব মিলিয়ে প্রশাসন-সহ পুলিশ যৌথভাবে নজরদারি চালাচ্ছে । তার মধ্যে সমুদ্রে জলস্তর বাড়তে শুরু করেছে । আমরা সজাগ রয়েছি এনডিআরঅফও তৈরি রয়েছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details