পাঁশকুড়া, 11 অক্টোবর:বাজি ফেটে মৃত 1, আহত 5 ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পূর্ব চিল্কা গ্রামে (Panskura Crackers Blast) । সামনেই কালীপুজো, সেই উপলক্ষে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রচুর পরিমাণে বেআইনি বাজি দীর্ঘদিন ধরেই মজুত করা ছিল । এদিন আবার বাজি তৈরির কাজ শুরু হয়েছিল । সেসময়েই হঠাৎ বিস্ফোরণ ঘটে ।
Panskura Crackers Blast: মজুত করা বাজিতে আগুন লেগে বিস্ফোরণ ! পাঁশকুড়ায় মৃত 1, আহত 5 - বাজি ফেটে মৃত
বাজি ফেটে মৃত 1, আহত 5 ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পূর্ব চিল্কা গ্রামে (Panskura Crackers Blast) ।
পাঁশকুড়ায় বাজি ফেটে মৃত 1
আরও পড়ুন:দু’বিঘা জমির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর আহত 12
স্থানীয় সূত্রে জানা গিয়েছ, শ্রীকান্ত ভোক্তার বাড়িতে দীর্ঘদিন ধরে বেআইনি বাজি তৈরির কাজ চলছিল । হঠাৎ বিকট আওয়াজে কেঁপে উঠে এলাকা । আকাশে কালো ধোঁয়ায় ছেয়ে যায় । বিস্ফোরণে মৃত এক নবম শ্রেণির ছাত্র নাম শম্ভু মণ্ডল-সহ আরও পাঁচ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে । ঘটনাস্থলেই পাঁশকুড়া থানার পুলিশ ।
Last Updated : Oct 11, 2022, 4:31 PM IST