পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sarada Scam: কাঁথি পৌরসভা থেকে উধাও সারদার বিল্ডিং অনুমোদনের ফাইল - কাঁথি পৌরসভা থেকে উধাও সারদার বিল্ডিং অনুমোদনের ফাইল বললেন চেয়ারম্যান

পৌরসভা থেকে সারদার বিল্ডিং অনুমোদনের ফাইল উধাও ! লক্ষ-লক্ষ মানুষকে যেই প্রজেক্ট দেখিয়ে প্রতারণা করেছে ভুয়ো অর্থলগ্নী সংস্থা সারদা। সেই বিল্ডিং নির্মাণের পুরো ফাইল উধাও (Files Regarding Sarada Scam Missing from Contai Municipality)৷

Sarada Scam
সারদার বিল্ডিং অনুমোদনের ফাইল উধাও

By

Published : Jul 14, 2022, 10:55 PM IST

Updated : Jul 16, 2022, 7:47 AM IST

কাঁথি, 14 জুলাই: 2009 সালের পর কাঁথি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে জাতীয় সড়কের ধারে বহুতল বিল্ডিং করার অনুমতি পেয়েছিল সারদা ৷ সেই বহুতল বিল্ডিং নির্মাণের জন্যে অনুমতি প্রদানের ফাইল এবার খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ (Files Regarding Sarada Scam Missing from Contai Municipality)।

সৌমেন্দু অধিকারী শিশির অধিকারীর ছোট ছেলে। 2009 সালে শুভেন্দু অধিকারী তমলুকের সাংসদ হওয়ার পরে কাঁথি পৌরসভার চেয়ারম্যান হন তাঁর ছোট ভাই সৌমেন্দু। তখনই বিল্ডিংয়ের জন্য দায়ভার পায় সারদা ৷ মঞ্জুর রহমান খান নামে এক আইনজীবী আরটিআই ধারায় করা প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না৷

ফলে কি শর্তে অনুমতি প্রদান হয়েছিল ? কত টাকা নেওয়া হয়েছিল ? ইত্যাদি এই প্রশ্নগুলির উত্তর পাওয়া মুশকিল। কাঁথি আদালতের আইনজীবী মঞ্জুর রহমান খান 2021 সালের 1 সেপ্টেম্বর আরটিআই আইনে সারদার বিল্ডিং নিয়ে কিছু প্রশ্ন করেছিলেন চেয়ারম্যানের কাছে।

কাঁথি পৌরসভা থেকে উধাও সারদার বিল্ডিং অনুমোদনের ফাইল

আরও পড়ুন:শুভেন্দুর নামটা সুদীপ্ত সেনকে দিয়ে দিয়ে বলানো হচ্ছে: সুকান্ত

দীর্ঘ টালবাহানার পরে সেই প্রশ্নের উত্তরে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না জানিয়েছেন, সারদা চিট ফান্ড সংস্থার বিল্ডিং অনুমোদন সংক্রান্ত কোনও ফাইল নেই তাঁদের কাছে। স্বাভাবিকভাবে এ বিষয় জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের অভিযোগ, সারদা কর্তা সুদীপ সেন বারবার শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার কথা বলছেন। এই ফাইল সামনে এলে সেই অভিযোগ প্রমাণিত হয়ে যাবে।

Last Updated : Jul 16, 2022, 7:47 AM IST

For All Latest Updates

TAGGED:

Sarada Scam

ABOUT THE AUTHOR

...view details