বাজকুল (পূর্ব মেদিনীপুর), 14 সেপ্টেম্বর:বুধবার সন্ধ্যায় মারা গিয়েছেন বাবা, বৃহস্পতিবার রাতেও তাঁর সৎকার করেনি সন্তানরা ৷ কেটে গিয়েছে প্রায় 24 ঘণ্টা ৷ এখনও চরম অবহেলায় ঘরে পড়ে রয়েছে তেজেস্কর অধিকারীর দেহ ৷ তাঁর লক্ষ লক্ষ টাকার সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বিবাদ চলছে সন্তানদের মধ্যে ৷ ফলে এখনও বাবার শেষকৃত্য করেনি ‘কীর্তিমান’রা ৷ পূর্ব মেদিনীপুরের বাজকুলের এই অমানবিক ঘটনায় শিউড়ে উঠছেন প্রত্যেকে ৷
ভগবানপুর-2 নং ব্লকের ভূপতিনগর থানার বাজকুল গ্রামের বাসিন্দা তেজেস্কর অধিকারী ৷ এলাকায় লক্ষ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে তাঁর । সেই সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়েই বিবাদ শুরু হয়েছে সন্তানদের মধ্যে । গতকাল সন্ধ্যার সময় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় 85 বছরের তেজেস্করবাবুর । সমস্ত কিছু স্বাভাবিক থাকলে, গতকাল রাতেই দাহ করাতে যাওয়ার কথা ছিল সন্তানদের । কিন্তু সন্তানদের দাবি, আগে সম্পত্তি ভাগ করা হোক । তারপর দেহ সৎকারের ব্যবস্থা করা হবে ।