কাঁথি, 7 সেপ্টেম্বর : বাবাকে খুন করল ছেলে ৷ পারিবারিক অশান্তি পৌঁছয় চরমে ৷ তারপরই এই পরিণতি ৷ প্রতিবেশীদের অভিযোগ, ছেলেকে দিয়ে পরিকল্পিত ভাবে খুন করিয়েছেন মৃতের স্ত্রী-ই ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দহবরনান গ্রামে । গভীর রাতে গলা টিপে বৃদ্ধ বাবাকে খুন করে মানসিক ভারসাম্যহীন ছেলে ৷ পুলিশ ঘাটনার তদন্ত শুরু করেছে ৷
আশরাফ আলি (71) দহবরনান গ্রামে তাঁর স্ত্রী এবং ছেলেদের সঙ্গে নিজের বাড়িতে থাকতেন । অভিযোগ, ছেলেদের সঙ্গে অশান্তি তাঁর লেগেই থাকত । সেই অশান্তিই চরম আকার নেয় ৷ প্রতিবেশীদের অভিযোগ, ছেলেদের সঙ্গে নিয়ে আশরাফের স্ত্রী পরিকল্পিত ভাবে বৃদ্ধকে খুন করান ৷ মানসিক ভারসাম্যহীন ছেলে কবির আলি খানের হাতে খুন হন বাবা । গভীর রাতে ঘটে ঘটনাটি ৷ জানাজানি হয় ভোরের দিকে ৷ গ্রামে হইচই পড়ে যায় । ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা ৷ খবর দেওয়া হয় কোলাঘাট থানায় ।