পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolaghat Arrested: শিশুকন্যার উপর যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার বাবা - শিশু কন্যার উপর যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বাবা

শিশুকন্যার উপর যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল বাবাকে ৷ ঘটনা জানাজানি হতে এলাকাবাসী মারধর করে পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্তকে (Father Arrested for Sexually Assaulting his Baby Daughter) ৷

Kolaghat Arrested
শিশু কন্যার উপর যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার বাবা

By

Published : Aug 2, 2022, 11:00 PM IST

কোলাঘাট, 2 অগস্ট: নিজের আড়াই বছরের শিশুকন্যার উপর যৌন হেনস্থার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ (Father Arrested for Sexually Assaulting his Baby Daughter) । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানা এলাকায় ।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি । এই ঘটনা জানাজানি হতেই গুণধর ওই বাবাকে গ্রামবাসীরা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রী-সহ দুই কন্যাকে নিয়ে কোলাঘাট থানা এলাকায় ভাড়া থাকত । সোমবার স্ত্রী যখন জল আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন সুযোগ বুঝে অভিযুক্ত তার মেয়েকে যৌন হেনস্থা করে ৷ এরপর বাড়িতে ফিরে ওই মহিলা রক্তাক্ত অবস্থায় তাঁর শিশুকন্যাকে দেখতে পান ৷ ওই শিশুকন্যাকে জিজ্ঞাসা করলে সে আঙুল তোলে বাবার দিকে । এতেই উত্তেজিত হয়ে ওই মহিলা চিৎকার করতে গেলে অভিযুক্ত তাঁকে মেরে ফেলার হুমকি দেয় । অভিযোগ, এর আগেও ওই শিশুর ওপর অভিযুক্ত এরকম অত্যাচার করেছে ৷

আরও পড়ুন:নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশি যুবক

এদিন ঘটনা জানাজানি হতে উত্তেজিত হয়ে পড়েন প্রতিবেশীরা । গুণধর ওই ব্যক্তিকে মারধর করে তুলে দেওয়া হয় কোলাঘাট থানার পুলিশের হাতে । অন্যদিকে, ওই শিশুকন্যাকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে । স্থানীয় বাসিন্দাদের দাবি, জঘন্য এই অপরাধীর কঠোর শাস্তি চাই এবং তাকে যেন ফাঁসি হয় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details