অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর অভিযোগ, বিক্ষোভ কাঁথি হাসপাতালে - Died Patient
অক্সিজেন সিলিন্ডারে ছিল না অক্সিজেন ৷ খুলে গিয়েছিল স্যালাইন চ্যানেল ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কাঁথি মহকুমা হাসপাতালে বিক্ষোভ মৃতের পরিবারের ৷
Intro:অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু কে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা , নার্স ও হাসপাতাল কর্মচারী দের ঘিরে বিক্ষোভ পরিবারের ।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে এক রুগির মৃত্যুকে ঘিরে বিক্ষোভ,উত্তেজনা,নার্স ও গ্রূপডি কর্মীদেরও ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের লোকেরা । হাসপাতালে বেশ কিছুক্ষণ চিকিত্সা পরিষেবা ব্যাহত হয়।
Body:
মৃতে স্বদেশ বেরার(66) মেয়ে অঞ্জলি বেরা বলেন গত শুক্রবার শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল তার বাবা । তারপর চিকিত্সা চলছিল।গতকাল রাতে শ্বাসকষ্ট ফের বাড়াবাড়ি হলে চিকিৎসক সেলাইন ও অক্সিজেন দেওয়ার জন্য নার্স কে বলেন। নার্স যথারীতি অক্সিজেন মাস্ক লাগান এবং স্যালাইন সহ স্যালাইনে ওষুধ পুস করেন । কিন্তু আজ সকালে চরম শ্বাস কস্ট শুরু হয় ।যে স্যালাইন চ্যানেল টি লাগিয়ে ছিল সেটি খুলেও গেছিল বলে অভিযোগ পরিবারের । এরপর যে অক্সিজেনের সিলিণ্ডারটি লাগিয়ে ছিল সেটিতে অক্সিজেনই ছিলনা বলে পরে জানতে পারেন রোগীর আত্মীয়রা। যার ফলে রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ তুলে বিক্ষোভ চালায় রোগীর আত্মীয়রা।
Conclusion:
হাসপাতালের সুপার সব্যসাচী চক্রবর্তীর কাছে রোগীর পরিবার চিকিত্সার গাফিলতির অভিযোগ জানিয়েছেন । সুপার সব্যসাচী চক্রবর্তী জানান অভিযোগ পেয়েছেন। একটি তদন্ত কমিটি গঠণ করে তদন্ত করা হবে অভিযোগের ভিত্তিতে ।