পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ময়নায় BJP কর্মী খুনে CBI তদন্তের দাবি - Moyna

BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে খুন হন ময়নার বাকচা এলাকার দলীয় কর্মী দীপক মণ্ডল ৷ যদিও তৃণমূলের পালটা দাবি, দীপকের পকেটেই বোমা ছিল ৷ আর তা ফেটেই মৃত্যু হয় তাঁর ৷

BJP
BJP

By

Published : Sep 21, 2020, 1:49 PM IST

ময়না, 21 সেপ্টেম্বর : সবং-এ BJP কর্মী দীপক মণ্ডলের মৃত্যুতে CBI তদন্তের দাবি তুলল পরিবারের সদস্য ও দলের জেলা নেতৃত্ব । শনিবার বাড়ি ফেরার পথে বোমা ফেটে তাঁর মৃত্যু হয় । পরিবারের তরফে সবং থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে স্থানীয় BJP নেতৃত্ব । যদিও তৃণমূলের পালটা দাবি, দীপকের পকেটে থাকা বোমা ফেটেই তাঁর মৃত্যু হয় ৷

পশ্চিম মেদিনীপুরের সবং থানার 11 নম্বর করনপল্লি এলাকা থেকে শনিবার দীপক মণ্ডলের দেহ উদ্ধার হয় । তাঁর পরিবারের অভিযোগ, দীপককে কয়েকদিন ধরেই ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল তৃণমূলের কয়েকজন । শনিবার সবং-এর করনপল্লি এলাকায় একটি টুর্নামেন্ট চলছিল । সেখানেই গিয়েছিলেন তিনি। খেলা শেষ করে বাড়ি ফেরার পথেই বোমার আঘাতে মৃত্যু হয় তাঁর ৷ BJP -এর অভিযোগ, বাইকে করে কয়েকজন দুষ্কৃতী ঘিরে ফেলে তাঁকে । রাস্তায় বোমা মেরে খুন করা হয । ঘটনাস্থানেই মৃত্যু হয় দীপকের ।

সবং পঞ্চায়েতের প্রধান প্রসাদ অধিকারী ও তৃণমূল নেতা লালু ভুঁইঞা, সুশান্ত মাল ও আশুতোষ দাসের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে ৷ দীপকের বোন লক্ষী মণ্ডলের অভিযোগ, "পুলিশের উপস্থিতিতেই আমার দাদাকে খুন করা হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি । আমরা চাই দোষীদের শাস্তি দেওয়া হোক । দাদার খুনের ঘটনায় CBI তদন্ত হোক ।" BJP-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক বলেন, "আমরা চাই দীপকের মৃত্যুর তদন্ত CBI করুক ৷"

ABOUT THE AUTHOR

...view details