পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঁথিতে মধুচক্রের পরদা ফাঁস, 3 যুবতিসহ আটক 5 - exposed honey trap at Kanthi

ক'দিন ধরে মুরশেদের বাড়িতে অচেনা যুবকদের যাতায়াত দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের ৷ গতকাল সন্ধ্যায় ক'জন যুবককে মুরশেদের বাড়িতে ঢুকতে দেখে তাদের ঘিরে ফেলেন গ্রামবাসীরা ৷ মধুচক্রের পরদা ফাঁস হয় ৷ এই ঘটনায় 3 যুবতিসহ 2 যুবককে আটক করে কাঁথি থানার পুলিশ ৷

প্রতীকী ছবি

By

Published : Sep 12, 2019, 5:59 PM IST

Updated : Sep 12, 2019, 6:04 PM IST

কাঁথি, 12 সেপ্টেম্বর : মধুচক্রের পরদা ফাঁস করলেন গ্রামবাসীরা ৷ পূর্ব মেদিনীপুরের কাঁথির উত্তর দারুয়া গ্রামের ঘটনা ৷ ঘটনাস্থান থেকে তিন যুবতিসহ এক যুবককে আটক করে কাঁথি থানার পুলিশ ৷ পরে মধুচক্রের পান্ডা শেখ মুরশেদকে কাঁথি মহকুমা হাসপাতাল থেকে আটক করে পুলিশ ৷

শেখ মুরশেদের বাড়ি কাঁথির উত্তর দারুয়ায় ৷ পেশায় কাঁথি উপ সংশোধনাগারের অস্থায়ী অ্যাম্বুলেন্স চালক ৷ অভিযোগ, দু'মাস আগে দিঘা এবং মন্দারমণির হোটেলে বার ডান্সারের কাজ পাইয়ে দেওয়ার নাম করে কলকাতা থেকে তিন যুবতিকে কাঁথি নিয়ে আসে মুরশেদ ৷ কিন্তু কাঁথি আসার পর ওই তিন যুবতি বুঝতে পারেন তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে ৷ পালানোর চেষ্টাও করেন ৷ কিন্তু অভিযোগ, তাঁদের মারধর করা হয় ৷ জোর করে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁদের দিয়ে দেহ ব্যবসা করাত মুরশেদ ৷ শুধু তাই নয় নিজের গ্রামের বাড়িতেও কাস্টমার নিয়ে আসত সে ৷

ক'দিন ধরে মুরশেদের বাড়িতে অচেনা যুবকদের যাতায়াত দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের ৷ গতকাল সন্ধ্যায় ক'জন যুবককে মুরশেদের বাড়িতে ঢুকতে দেখে তাদের আটকান গ্রামবাসীরা ৷ এরপরেই মুরশেদের বাড়িতে চলা মধুচক্রের পরদা ফাঁস হয়ে যায় ৷ পুলিশে খবর দেন গ্রামবাসীরা ৷ পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় মুরশেদ ৷ পুলিশ ঘটনাস্থান থেকে তিন যুবতিসহ এক যুবককে গ্রেপ্তার করে ৷

ঘটনার প্রায় চার ঘণ্টা পর কাঁথি মহকুমা হাসপাতালে মুরশেদকে দেখতে পান ক'জন গ্রামবাসী ৷ সেখানে চিকিৎসার জন্য সংশোধনাগারের বন্দিদের নিয়ে এসেছিল সে ৷ তাকে দেখতে পেয়েই ঘিরে ফেলেন গ্রামবাসীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ৷ মুরশেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ৷ পরে তাকে আটক করে পুলিশ ৷

কাঁথি থানার IC সুনয়ন বসু বলেন, "গতকাল তিন যুবতিসহ দুই যুবককে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দেয় ৷ মোট পাঁচজনকে পুলিশ আটক করেছে ৷ "

Last Updated : Sep 12, 2019, 6:04 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details