কাঁথি, 3 মার্চ:লাগাতার তিনবার গ্রেফতার হলেন অধিকারী পরিবারের ঘনিষ্ঠ কাঁথি পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরা (Engineer Arrested in Corruption Case)। এ বার পথবাতি দুর্নীতি মামলায় (Street Light Corruption Case) তাঁকে গ্রেফতার করা হয়েছে (Engineer close to Adhikari family arrested)৷
একবার নয় পরপর তিনবার গ্রেফতার হলেন অধিকারী পরিবারের খুবই ঘনিষ্ঠ কাঁথি পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরা । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন একাধিক দুর্নীতি ফাঁস করতে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন ।
কাঁথি শহরের পথবাতি দুর্নীতি মামলায় আবারও কাঁথি পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ । বৃহস্পতিবার গভীর রাতে তাঁর কাঁথির বাড়ি থেকে দিলীপ বেরাকে গ্রেফতার করা হয় । শুক্রবার ধৃতকে তমলুক আদালতে পাঠায় পুলিশ । জেলা পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আপিল করেছে ।
জানা গিয়েছে, গত জুন মাসে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রাঙামাটি শ্মশানের স্টল দুর্নীতি মামলার কাঁথি পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরা-সহ আরও কয়েকজনকে গ্রেফতার করেছিল কাঁথি থানার পুলিশ । মামলা দায়ের করেন কাঁথি পৌরসভা বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না । এরপর কাঁথি আদালতের নির্দেশে ধৃতদের নিজেদের হেফাজতে নেয় কাঁথি থানার পুলিশ ।
তৎকালীন তদন্তে উঠেছে চাঞ্চল্যকর তথ্য । পুলিশি তদন্তে উঠে আসে যে, কাঁথি পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরার সম্পত্তির পরিমাণ 3 কোটি 19 লক্ষ 52 হাজার 947 টাকা । তিনি 1997 সালে অধিকারীদের আমলেই কাঁথি পৌরসভার তিনি কাজে যোগ দেন । পুলিশের এক কর্তা বলেন, পুলিশ হেফাজতে থাকা সহকারী ইঞ্জিনিয়ারের 2022 সালের 30 এপ্রিল পর্যন্ত বেতন বাবদ অ্যাকাউন্টে ঢুকেছে 89 লক্ষ 95 হাজার 869 টাকা । তারপরেও কী করে নিজের ও স্ত্রীর নামে বিপুল সম্পত্তি বানালেন দিলীপ বেরা তার তদন্ত করে দেখছে পুলিশ ৷