ভগবানপুর (পূর্ব মেদিনীপুর), 29 অক্টোবর:সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিবাদের জেরে নিজের দাদাকে ধারাল অস্ত্রের কোপে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার শুকলালপুর গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম নবকুমার রাউত, বয়স চল্লিশ বছর । আর তাঁর ভাইয়ের নাম মিঠুন রাউত । গতকাল রাতে দুই ভাই এক অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন । অভিযোগ, সেই অনুষ্ঠানে নবকুমারকে মদ খাওয়ান মিঠুন । অনুষ্ঠান শেষে তাঁরা বাড়ি ফেরেন । তারপর ভোররাতে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মিঠুন তাঁর দাদার ঘরে ঢুকে ধারাল অস্ত্র তাঁর পেটে ঢুকিয়ে দেন বলে অভিযোগ ৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, নবকুমার রাউত রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন ৷ তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান প্রতিবেশীরা । কিছুক্ষণ চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি ৷ ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভগবানপুর থানার পুলিশ । অভিযুক্ত ভাই মিঠুনকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যেতে গেলে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা পুলিশের পথ আটকান । লাঠি হাতে মহিলারা তাড়া করেন তাঁদের ৷