দিঘা, 4 অগাস্ট : নিম্নচাপের জেরে 4 ও 5 তারিখ সমুদ্র উত্তাল থাকবে । তাই দিঘায় সতর্কবার্তা জারি করল প্রশাসন । মাঝ সমুদ্র থেকে ট্রলারগুলিকে নিরাপদ স্থানে চলে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে ।
আজ সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় দিঘায় ৷ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 48 ঘণ্টা নিম্নচাপের কারণে কলকাতার পাশাপাশি সমুদ্র উপকূল এলাকার জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে । গতরাত থেকে উপকূলবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে । যাতে কোনও মৎস্যজীবী মাঝ সমুদ্রে মাছ ধরতে না যায় । যাঁরা গেছেন তাঁরা যেন নিরাপদ স্থানে ফিরে আসেন ।
দীঘায় সতর্কতা সম্পর্কে কী বললেন, দেখুন ভিডিয়ো দিঘা-শংকরপুর ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, "প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাত থেকে সমুদ্র উপকূল এলাকায় মাইকিং করা হচ্ছে । 4 ও 5 তারিখ সমুদ্র উত্তাল থাকবে । বৃষ্টিপাত হতে পারে । তাই গভীর সমুদ্রে যারা মাছ ধরতে গেছেন তাঁদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে । এই বার্তা ট্রলারগুলোকে ওয়ালেসের মাধ্যমে জানিয়ে দিয়েছি । বার্তা পেয়ে অনেক ট্রলার আবার ফিরে এসেছে । বাকি কিছু আছে ওরাও ফিরে আসবে ।"
এই বিষয়ে রামনগরের বিধায়ক তথা দিঘা উন্নয়ন পর্ষদের সহ সভাপতি বলেন, "প্রশাসনের তরফে মাইকে সতর্কবার্তা জারি করা হয়েছে । সমুদ্র উপকূল জুড়ে চলছে মাইকিং ।"