হলদিয়া, 8 নভেম্বর : যারা ভয় দেখাচ্ছে, তাদের বলে দিন দিন শেষ হয়ে গেছে । লাল চোখকে সাদা করুন । হাত তুলে কথা না বলে চোখ নামিয়ে কথা বলতে বলুন । কারণ ঝান্ডাটা আমরা মে মাসে নামিয়ে দেব । দিদিমণিকে 14 তলা থেকে বিসর্জন দেওয়া হবে গঙ্গায় । রবিবার পূর্ব মেদিনীপুরে হলদিয়াতে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই হুঁশিয়ারি দিলেন BJP -র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আজ সকালে কোলাঘাট থেকে শুরু হয় দিলীপ ঘোষের বাইক র্যলি । সভার শুরুতে মঞ্চে তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল থেকে কয়েকশো কর্মী-সমর্থক রাজ্য সভাপতি হাত থেকে দলীয় পতাকা নিয়ে BJP-তে যোগদান করেন ।
সভামঞ্চে থেকে দিলীপবাবু তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, ‘‘কাশ্মীরে যেখানে গুলি চলত দেখুন ঠান্ডা হয়ে গেছে কোনও আওয়াজ নেই । যে নেতারা এখানে খেত আর পাকিস্তান জিন্দাবাদ বলত, দেখুন সব ঠান্ডা ঘরে বসে আছে । বাইরে বেরোনোর হিম্মত নেই । যারা বন্দুক নিয়ে ওখানে আসত তাদের অর্ধেক তিহার জেলে আর বাকিরা ভগবানের কাছে চলে গেছে । কিন্তু পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী রাজ্য, সেখানের অবস্থা কাশ্মীরের থেকেও ভয়ংকর । সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে বসিরহাট, বাদুড়িয়া, ধুলাগড়, কালিয়াচকে । প্রত্যেকদিন জায়গায় জায়গায় বোম ফাটছে । বাংলায় সন্ত্রাসবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে । আল-কায়েদার সঙ্গে সঙ্গে সমস্ত রকম জঙ্গিদের আজ পশ্চিমবঙ্গে ডেরা । সারা পশ্চিমবাংলায় জুড়ে জঙ্গিরা জাল বিস্তার করে আছে । "