এগরা, 7 মার্চ: রাজ্য জুড়ে পঞ্চায়েতের প্রায় দামামা বেজে গিয়েছে। যদিও এই নির্বাচন প্রসঙ্গে আইনের দ্বারস্থ হয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী । আর তাই আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনকে লক্ষ্য করে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি । মিটিং-মিছিলও চলছে প্রায় । সোমবার এগরা- 1 ব্লকের সাহাড়া গ্রাম-পঞ্চায়েতের শীপুর বাজারে দলীয় সভায় উপস্থিত ছিলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ (cbi investigation on sarda case orders of the court said by Dilip Ghosh) ।
এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, 'আমাদের কারোর সঙ্গে জোট করার প্রয়োজন নেই । গত পঞ্চায়েত নির্বাচনে হিংসার মধ্যেও আমরা মনোনয়ন জমা দিতে গিয়েছিলাম । আমাদের পরে সিপিএম, কংগ্রেস গিয়ে মনোনয়ন জমা করেছিল । বিজেপির একার ক্ষমতা আছে এখানে তৃণমূলকে হারাবার ।" পাশাপাশি রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে মন্তব্য করেন তিনি । কটাক্ষের সুরেই দিলীপ ঘোষ বলেন, " মানুষ পরিষেবা পাচ্ছেন না । রাজ্য জুড়ে পানীয় জল, রাস্তা থেকে শুরু করে স্কুলে শিক্ষক, চিকিৎসক, পুলিশ নিয়োগের দাবিতে বিক্ষোভ চলছে ।"