দিঘা, 11 জুন : কয়েকদিন আগেই পর্যটকদের জন্য খুলেছে মন্দারমণি ৷ এবার খুলতে চলছে সমুদ্র সৈকত দিঘা ৷ আজ থেকে সেখানে 30 শতাংশ হোটেল খোলার সিদ্ধান্ত নিয়েছে দিঘা-শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশন ।
কোরোনা সংক্রমণের জেরে প্রায় আড়াই মাস পর্যটকদের জন্য বন্ধ ছিল দিঘা, মন্দারমণি সহ রাজ্যের সব পর্যটনকেন্দ্রগুলি ৷ বন্ধ ছিল সেখানকার হোটেলগুলিও । এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে হোটেল থেকে ছোটো, বড় রেস্তরাঁগুলো । তাই লকডাউন শিথিল হতেই হোটেল, লজ খোলার তোড়জোড় শুরু হয় ৷ এরপর স্বাস্থ্যবিধি মেনে আট তারিখ থেকে খুলে যায় মন্দারমণির হোটেলগুলি ৷ কিন্তু, নানা কারণে পর্যটকদের জন্য খোলেনি দিঘা ৷ এনিয়ে বুধবার বৈঠক করে দিঘা-শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশন ৷
পর্যটকদের স্বাগত জানাতে তৈরি দিঘা, খুলছে একাধিক হোটেল
দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে দিঘা ৷ আজ থেকে সেখানে হোটেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
বৈঠকে ছিলেন হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র, যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী সহ হোটেল মালিক ও পরিচালন কমিটির সদস্যরা । বৈঠকের পর সরকারের সমস্ত নির্দেশ মেনে ফের ব্যবসা শুরুর সিদ্ধান্ত নিয়েছে তারা ৷
হোটেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বৃহস্পতিবার থেকে 30 শতাংশ হোটেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে গ্রামগঞ্জের হোটেলগুলি এখনই খুলতে নিষেধ করা হয়েছে । 30 শতাংশ কর্মী নিয়েই হোটেল খোলা হবে । হোটেল কর্মীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে হোটেলের মালিকদেরই ৷