দিঘা, 8 মে :সমুদ্র উপকূলে দুর্যোগ মোকাবিলায় কোনওরকম ঝুঁকি নিতে নারাজ জেলা প্রশাসন । অশনির জন্য তৎপর দিঘা জেলা প্রশাসন ৷ শনিবার বিপর্যয় মোকাবিলা দল নিয়ে শুরু হল মকড্রিল (Digha Administration Conducted a Mock Drill over Cyclone Asani)।
প্রতিবছর একের পর এক ঘূর্ণিঝড় লেগেই থাকে উপকূলের জেলাগুলোতে । বিগত দিনে বিপর্যস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকা যেমন- সৈকত শহর দিঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমণি, নন্দীগ্রাম, খেজুরি, তমলুক, হলদিয়া-সহ কোলাঘাটের দেনান বাজার এলাকার রাস্তাঘাট ৷ তাই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেলেই শঙ্কায় থাকে উপকূলবাসী ৷
অশনির পূর্বাভাসে দিঘায় শুরু বিপর্যয় মোকাবিলা বাহিনীর মকড্রিল তবুও প্রাকৃতিক কর্মকাণ্ডকে তো রোখা সম্ভব নয় ৷ তাই উপকূলের বাসিন্দাদের রক্ষা করতে ইতিমধ্যেই বৈঠক করেন প্রশাসনিক আধিকারিকরা । এমনকি শনিবার জেলার প্রশাসনিক কর্তারা বিপর্যয় মোকাবিলার দল নিয়ে একটি মকড্রিলও করেন । তারপর এলাকার বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন । যাতে করে ঘূর্ণিঝড় শুরু হতেই সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষদের নিরাপদ স্থানে রাখা যায় । যদি ঘূর্ণিঝড় সমুদ্র তীরবর্তী এলাকায় আছড়ে পড়ে তার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে । মকড্রিলে এদিন পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলাশাসক জেনারেল সৌভিক চট্টোপাধ্যায় ও রামনগর 1 নং পঞ্চায়েত সমিতির বিডিও-সহ অন্যান্য বিভাগের আধিকারিকরা ।
আরও পড়ুন :West Bengal Weather Update : আজ সকালে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় অশনি, মোকাবিলায় প্রস্তুত রাজ্য