কাঁথি, 25 নভেম্বর:দুর্ঘটনার কবলে পড়লেন তমলুকের সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের ভাই দিব্যেন্দু অধিকারী ৷ গুরুতর আহত না হলেও তাঁর বুকে ও পায়ে সামান্য চোট লেগেছে বলে জানিয়েছেন দিব্যেন্দু ৷ শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ দিঘা-নন্দকুমার 116বি জাতীয় সড়কের মারিশদা থানার লোকাল বোর্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷
জানা গিয়েছে, এদিন ঘটনার সময় তাঁর লোকসভা কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলেন সংসদ দিব্যেন্দু অধিকারী । সেই সময়, মারিশদা থানার লোকাল বোর্ড স্টপেজের কাছে তাঁর কনভয়ের গাড়িকে ওভারটেক করে পিছন থেকে আসা একটি লরি ৷ এতেই ঘটে বিপত্তি ৷ ওই লরিকে পাশ কাটিয়ে এগোতে যান দিব্যেন্দুর গাড়ির চালক, সেই সময় পাশের একটি নয়ানজলির দিকে নেমে যায় সাংসদের গাড়ি ৷ তখন বিপদ এড়াতে জোরে ব্রেক কষেন গাড়ির চালক ৷ ফলে প্রচণ্ড ঝাঁকুনিতে সাংসদের বুকে ও পায়ে চোট লাগে ৷
তড়িঘড়ি কাঁথির এক নার্সিংহোমে চিকিৎসা জন্য যান দিব্যেন্দু অধিকারী। তবে সাংসদ জানিয়েছেন তিনি বর্তমানে সুস্থ আছেন ৷ তবে তাঁর অভিযোগ, ওই লরির চালক নাবালক ছিল ৷ তাঁর কথায়, "যে ছেলেটি লরি চালাচ্ছিল , তাকে দেখে আমার মনে হয়েছে তার বয়স 18 বছর থেকে অনেক কম । কী করে এইসব ছেলেরা লাইসেন্স পায় !" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ওই লরির চালককে আটক করে জিজ্ঞেসাবাদ চালাচ্ছে মারিশদা থানার পুলিশ । পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত সাংসদ দিব্যেন্দু অধিকারীর তরফ থেকে লিখিতভাবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।