কাঁথি, 2 সেপ্টেম্বর : হাসপাতালে নিয়ে আসার পরেও মেলেনি পরিষেবা ৷ তার ফলেই মৃত্যু হয়েছে রোগীর ৷ ডাক্তার ও নার্সদের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে সরব হলেন মৃত রোগীর আত্মীয়রা ৷ বুধবার ঘটনাটি ঘটেছে কাঁথি মহকুমা হাসপাতালে ৷
মৃত যুবক অক্ষয় বিজলীর (32) পরিবারের সদস্যরা হাসপাতালে গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন । জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের জুনপুট উপকূল থানার রঘুসরদার বাড় গ্রামের বাসিন্দা অক্ষয় বিজলী বুধবার একটি অটো ভাড়া করে পরিবারের সঙ্গে দুয়ারে সরকার ক্যাম্পে যাচ্ছিলেন । যাওয়ার পথে রাস্তায় অটোটি উল্টে গেলে গুরুতর আহত হন ওই যুবক ৷
পরিবারের লোকেরা দ্রুত অক্ষয়কে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে কোনও ডাক্তার ছিলেন না বলে দাবি করেন পরিবারের লোকেরা । এরপর কর্তব্যরত নার্সকে চিকিৎসার জন্য বারবার অনুরোধ করা হলেও কোনও গুরুত্ব দেয়নি তাঁরা ৷ মৃত্যু হয় অক্ষয়ের । এরপর কার্যত ক্ষোভে ফেটে পড়েন পরিবার সদস্যরা ।
আরও পড়ুন :Man Drowned at Digha: দিঘার সমুদ্রে স্নান করতে নেমে মৃত পর্যটক, দেহ উদ্ধার ওড়িশায়