তমলুক, 29 এপ্রিল : দিল্লির জাহাঙ্গিরপুরীতে হনুমানজয়ন্তী শোভাযাত্রায় সংঘর্ষের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলা থেকে মূল অভিযুক্ত ফরিদ আলিয়াস নীতুকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ ইতিমধ্যে দিল্লি পুলিশ পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি থানা থেকে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার তমলুক থানার পুলিশকে সঙ্গে নিয়ে তমলুকের ধলহরা থেকে ফরিদ আলিয়াস নীতু ওরফে মুন্না নামের এক যুবককে গ্রেফতার করে দিল্লি পুলিশ । এদিন বিকেলেই তাকে সঙ্গে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে তদন্তকারী দল (Delhi Police arrests Jahangirpuri violence key accused Farid from Tamluk Purba Medinipur) ৷
সূত্রে জানা গিয়েছে, দিল্লির জাহাঙ্গিরপুরীতে মুরগির মাংসের দোকান রয়েছে ফরিদ আলিয়াস নীতুর । সে সপরিবার দিল্লিতে থাকে । দিল্লির এই ঘটনায় তাঁর নাম জড়াতেই তমলুক থানার ধলহরা গ্রামে তার মাসির বাড়িতে চলে আসে ফরিদ । সেখানেই আত্মগোপন করেছিল সে ৷ বিশেষ সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশ তমলুক থানায় হাজির হয় । সেখান থেকেই তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা ।