হাওড়া, 6 মার্চ : নবান্ন অভিযানে এসে হারিয়ে যাওয়া বাম কর্মী দীপক পাঁজার খোঁজ মিলল । বালি স্টেশন থেকে তাঁকে উদ্ধার করা হয় । পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত তাঁকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে জানা গিয়েছে ।
মাঝে কেটে গিয়েছে প্রায় একমাস । স্বামীর খোঁজে হন্যে হয়ে এই দরজা থেকে ওই দরজা ঘুরেছেন স্ত্রী । খোঁজ মেলেনি । কিন্তু হাল ছাড়েননি স্ত্রী । ধৈর্য ধরেছিলেন পুলিশ আধিকারিকরাও । শেষ পর্যন্ত নিখোঁজ দীপক পাঁজাকে খুঁজে পাওয়া গেল । গত 11 ফেব্রুয়ারি বামেদের নবান্ন অভিযান ছিল । ওই অভিযানকে কেন্দ্র করে বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে । ওইদিন ধর্মতলায় অ্যালুমিনিয়াম শিট দিয়ে তৈরি ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা । এরপর পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোঁড়ে পুলিশ । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জও করে পুলিশ । কিন্তু অভিযান শেষে সেদিন বাড়ি ফেরেননি পাশকুঁড়ার বাসিন্দা দীপক পাঁজা । নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় চিন্তায় পড়েন তাঁর স্ত্রী । স্বামীকে খুঁজতে পুলিশের দ্বারস্থ হন তিনি । এত ভিড়ের মধ্যে থেকে একজন নিখোঁজ । তাঁকে খুঁজতে যে বেগ পেতে হবে তা বুঝতে পেরেছিলেন পুলিশ আধিকারিকরা । যদিও হাল ছাড়েননি ।
আরও পড়ুন :নবান্ন অভিযানে গিয়ে নিখোঁজ বাম কর্মী, অভিযোগ পরিবারের