পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিম্নচাপের জের, জলোচ্ছ্বাসে প্লাবিত পূর্ব মেদিনীপুরের কয়েকটি গ্রাম - village flooded

কোটাল ও নিম্নচাপের জেরে সমুদ্রের জলোচ্ছাসে প্লাবিত হল পূর্ব মেদিনীপুরের যশিপুর, চাঁদপুর, জলধা, জামড়া শঙ্করপুর, ও শ্যামপুর গ্রাম । প্রায় 70 হেক্টর চাষের জমিতে নোনা জল ঢুকে ফসল নষ্ট হয়ে গেছে ।

ফাইল ফোটো

By

Published : Jul 6, 2019, 6:11 AM IST

রামনগর, 6 জুলাই : কোটাল ও নিম্নচাপের জেরে সমুদ্রের জলোচ্ছাসে প্লাবিত হল পূর্ব মেদিনীপুরের কয়েকটি গ্রাম । কয়েকদিন বৃষ্টি ও কোটালের প্রভাবে বেড়েছে সমুদ্রের জলোচ্ছাস । এর জেরে জলমগ্ন উপকুলবর্তী গ্রাম যশিপুর, চাঁদপুর, জলধা, জামড়া শঙ্করপুর, ও শ্যামপুর ।

গার্ডঅয়াল টপকে প্রায় 35টি বাড়িতে সমুদ্রের জল ঢুকে পড়েছে । বাঁধ টপকে চাষের জমিতেও ঢুকেছে নোনাজল । প্রায় 70 হেক্টর চাষের জমিতে নোনা জল ঢুকে ফসল নষ্ট হয়ে গেছে । ইতিমধ্যে, প্রশাসনের তরফে অনেক পরিবারকে উঁচুস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জামড়া ও শংকরপুর গ্রাম । এলাকার প্রায় 45 টি পরিবার বিপর্যস্ত । গতকাল এলাকার BDO, জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শনে গেলে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা । স্থানীয় বাসিন্দা সুনীলবরণ নায়ক বলেন, "প্রতিবছর বর্ষার সময় প্রশাসনের লোকেরা আসে যায় । কিন্তু কাজের কাজ কিছুই হয় না । কংক্রিটের বাঁধের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে এলাকার মানুষজন । জানি না কবে নিশ্চিন্তে দিন কাটাতে পারব আমরা ! "

অন্যদিকে, রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা দাস মহাপাত্র বলেন, "আমি, BDO, প্রধান সহ আরও জনপ্রতিনিধিরা পরিদর্শনে গেছিলাম । বেশ কয়েকটি গ্রামে সমুদ্রের জল বাঁধ টপকে ভিতরে ঢুকে পড়েছে । বেশ কয়েকটি কাঁচা বাড়ি, পুকুর, চাষের জমি নষ্ট হয়ে গেছে । যাদের বাড়িতে জল ঢুকেছে তাদের উঁচু জায়গাতে রাখা হয়েছে । তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে । এরই সঙ্গে গ্রামগুলিতে নজরদারি চালাচ্ছি আমরা । যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে আমাদের টিম ।"

ABOUT THE AUTHOR

...view details