ভগবানপুর, 12 মে : কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন কুরালবাড় গ্রামের বছরের 32 এক বাসিন্দা ৷ গতকাল প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভগবানপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তাঁর পরিবারের লোকেরা । কিন্তু হাসপাতালে তাঁকে চিকিৎসকরা ভরতি নেননি । চিকিৎসা না হওয়ায় হাসপাতালের বাইরে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের । তারপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের লোকেরা ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার কুরালবাড় গ্রামের । খবর পেয়ে হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভগবানপুর থানা পুলিশ ৷
চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হাসপাতালে - কাঁথি মহকুমা
চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল চত্তরে বিক্ষোভ মৃতের পরিবারের ৷ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওই রোগীকে ৷ কিন্তু চিকিৎসকরা ওই রোগীকে হাসপাতালে ভরতি করেনি বলে অভিযোগ ৷
ইতিমধ্যেই পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতাল পাঠিয়েছে । ভগবানপুর থানার OC প্রণব রায় বলেন, " ওই রোগীর চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে । কিন্তু পরিবারের লোকেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখান । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাবে না ।"
যদিও এখন পর্যন্ত পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি । পুলিশ অস্বভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । পরিবারের এক সদস্যের অভিযোগ, "কাকুকে হাসপাতালে নিয়ে এলে হাসপাতালে কর্মরত এক নার্স তাঁকে স্থানান্তরিত করার পরামর্শ দেন । কিন্তু আমরা প্রাথমিক চিকিৎসা শুরু করার জন্য আবেদন করি । কিন্তু সেই নার্স গেটে তালা বন্ধ করে ভিতরে চলে যান । সঠিক সময় যদি চিকিৎসা শুরু হত, তাহলে হয়তো আমার কাকু বেঁচে যেতেন । আমরা এই ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি ৷"