কাঁথি, 1 অগস্ট: বাজ পড়ে এক মহিলা-সহ তিন জনের মত্যু হল পূর্ব মেদিনীপুরে ৷ মৃতদের মধ্যে পিন্টু বেরা (50) ও সমরেশ বেরা (45) ভবানীপুর থানার দেভোগ অঞ্চলের বরবাড়ি গ্রামের বাসিন্দা এবং সুতাহাটা থানার কসবেড়িয়া গ্রামের বাসিন্দা মামনি মালী (40) ৷ বাকু বেরা নামে অপর একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ মঙ্গলবার বিকেলের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷
জানা গিয়েছে, এদিন বিকেলে লোকেদের নিয়ে জমিতে ধান রোয়ার কাজ করছিলেন সমরেশ বেরা । হঠাৎ বজ্রপাত-সহ প্রবল বৃষ্টি শুরু হয় । পরিস্থিতি বেগতিক দেখে সকলে মাঠের পাশে একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন । হঠাৎই ওই গাছে বাজ পড়ে । তাতেই মৃত্যু হয় পিন্টু ও সমরেশের ৷ বাকু বেরা নামে এক ব্যক্তি গুরুতর আহত হন ৷ স্থানীয় বাসিন্দারা হলদিয়া হাসপাতালে নিয়ে যায় আহত ব্যক্তিকে । খবর দেওয়া হয় হলদিয়ার ভবানীপুর থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ ।